কলকাতা 

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকার কারণে শুক্রবার বেশ কয়েকটি রাজ্য সরকারের সব দপ্তর বন্ধ থাকবে,হবে না সরকারি কোন অনুষ্ঠান

শেয়ার করুন
  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দেশের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় আগামী কাল শুক্রবার ছুটি ঘোষণা করল বেশ কয়েকটা রাজ্য সরকার । শুক্রবার অর্ধ দিবস বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর, স্কুল, কলেজ।অর্ধ দিবস বন্ধ থাকবে সমস্ত প্রশাসনিক ভবনও।শুধু তাই নয়, বাতিল করা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠানও।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর মৃত্যুতে বৃহস্পতিবার  সরকারি অনুষ্ঠান বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার। পরিবহন দফতরের একটি অনুষ্ঠান ছিল। সমস্ত আয়োজন হয়ে গিয়েছিল। কিন্তু দুঃসংবাদ টা আসার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান বাতিল করা হয়।  এদিন পরিবহণ দফতরের অনুষ্ঠানে অনেকগুলি নতুন রুটে একাধিক এসি ও নন এসি বাস উদ্বোধন হওয়ার কথা ছিল।

এইদিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের 17টি রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য কাল অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। কেন্দ্র সরকারও কাল অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।

Advertisement

শেয়ার করুন
  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen + 11 =