কলকাতা 

অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে দেশ এক মহান রাষ্ট্রনেতাকে হারাল : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি অটল বিহারী বাজপেয়ীকে দেশের মহান রাষ্ট্রনেতা বলে বর্ণনা করেছেন।অটলবিহারী বাজপেয়ীর মৃত্যু দেশের পক্ষে বিপর্যয় বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন তিনি।

তৃতীয় বাজপেয়ী মন্ত্রিসভায় রেলমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কও ছিল বেশ ভাল।
বাজপেয়ী মন্ত্রিসভায় ১৯৯৯-এর ১৩ অক্টোবর থেকে ২০০১-এর ১৫ মার্চ পর্যন্ত রেলমন্ত্রকের দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে মা গায়েত্রী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অটল বিহারী বাজপেয়ী।

Advertisement

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 3 =