কলকাতা 

বাংলাকে ভাগ করতে দেব না : মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : বিজেপির উত্তরবঙ্গের বেশ কয়েকজন নেতা দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতাদের কাছে দাবি জানিয়েছেন উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার। তা নিয়ে জোর বিতর্ক বেধেছে বাংলা ভাগ করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়াবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন।

আজ বিশেষ সাংবাদিক বৈঠকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর বিজেপির থেমে নেই। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাকে ভাগ করার এটা আমরা মেনে নেব না। পশ্চিমবাংলার মধ্যেই যেমন উত্তরবঙ্গ আছে তেমনি দক্ষিণবঙ্গও থাকবে। উত্তর ও দক্ষিণ বঙ্গের মধ্যে কোন ভাগাভাগি চলবে না।

Advertisement

তিনি বলেন, এটা কি কাশ্মীরের মত করা হবে নাকি? জোর করে কিছু করা যাবে না। কারন, মনে রাখতে হবে রাজ্যের মতামত ছাড়া এইভাবে রাজ্যের একটা অংশকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা যায় না। তিনি অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উস্কানিতেই এই ধরনের প্রস্তাব দিয়েছেন। কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে যত চুপ থাকবেন ততই মঙ্গল। বাংলাকে কোনোভাবেই আমরা ভাগ করতে দেবো না।

তিনি বলেন, বাংলার দিকে তাকালে বাংলার দিকে নজর দিলে বাংলার মানুষ তা মেনে নেবে না।  বিজেপি নেতাদের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতাদের উচিত ভালোভাবে কেন্দ্র সরকার চালনা সেটাই ভাল করে চালাতে পারছে না তারা।

তিনি আজ সোমবার ঘোষণা করেন করোনা মহামারীর কারণে পয়লা জুলাই পর্যন্ত এ রাজ্যে আংশিক লকডাউন থাকবে। রাত্রি নটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত সমস্ত যানবাহন বন্ধ থাকবে। একইভাবে সিনেমা হল সুইমিংপুল স্পা স্কুল-কলেজ সব বন্ধ থাকবে। ২৫% কর্মচারী নিয়ে বেসরকারি অফিস খুলতে পারবে সরকারি অফিস খোলা যাবে ১০ টা থেকে চারটে পর্যন্ত অফিস চলবে। মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যের দুই কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে । যারা ভ্যাকসিন নিয়েছেন তারা পার্কে হাঁটতে যেতে পারবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ