দেশ 

যোগীর রাজ্যে মুসলিম পৌঢ়কে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা এবং দাড়ি কেটে নেওয়ার ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হাওয়ায় দেশ জুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: জয় শ্রীরাম না বলায় জন্য জোর করে দাড়ি কাটা দাড়ি কেটে নেয়া হয় এবং প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের। সেই মারধর এবং দাড়ি কেটে নেয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গেছে এই মাসের ৫ তারিখে গাজিয়াবাদের লোনি এলাকার মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন আবদুব সামাদ। অভিযোগ, কয়েকজন যুবক তাঁকে অটো থেকে তুলে নিয়ে যায়। ঝোপঝাড়ে ঢাকা এলাকায় নিয়ে গিয়ে আবদুলকে বেধড়ক মারধর করে অভিযুক্ত যুবকরা। জয় শ্রীরাম বলতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। আবদুল তাদের কথা না মানায় রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারা হয়।

Advertisement

আবদুলের আরও অভিযোগ, লাল টিশার্ট পরা এক যুবক তার গলায় ছুড়ি রেখে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে। তিনি ওই ধ্বনি দিতে অস্বীকার করলে দাড়ি কেটে নেওয়া হয়। এমনকী, তাঁকে পাকিস্তানি চর বলেও কটাক্ষ করে ওই যুবকেরা। এই ঘটনার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি আবদুল। আতঙ্কিত ওই প্রৌঢ় কাঁপা কাঁপা গলায় তাঁর অভিজ্ঞতা শুনিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, অটোয় চেপে বাড়ি ফিরছিলাম। সেই অটোতে আরও দুই যুবকও ওঠেন। তারা আমাকে জোর জবরদস্তি একটি ঘরে নিয়ে যায়। সেখানে আমাকে মারধর করে। জোর করে স্লোগান বলতে বাধ্য করা হয়। দাড়ি কেটে নেওয়া হয়। এমনকী, ওই যুবকেরা আমাকে বলেছিল তারা এর আগেও একাধিক মুসলিমকে মারধর করেছে। খুন করতেও ভয় পায় না তাঁরা।

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পরবেশ গুজ্জর বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সৌজন্যে ডিজিটাল সংবাদ প্রতিদিন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ