কলকাতা 

রাজ্যসভায় যাচ্ছেন, তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ পাচ্ছেন মুকুল রায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : মুকুল রায় পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে রাজ্যসভায় যাচ্ছেন বলে সূত্রের খবর। তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তারপরের জায়গায় সহ-সভাপতি পদ পেতে চলেছেন মুকুল রায়। তিনি দলের পক্ষ থেকে ত্রিপুরা ঝাড়খন্ড পাঞ্জাব উত্তর প্রদেশ দায়িত্ব পেতে চলেছেন বলে সূত্রের খবর।

এদিকে মুকুল রায় তৃণমূল কংগ্রেসের যোগ দেয়ার পর থেকে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক সাংসদ তৃণমূলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। জানা গেছে এ নিয়ে মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে কথা হয়েছে। তবে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের নেওয়ার ক্ষেত্রে তৃণমূল নেতৃত্ব যতটা আগ্রহ প্রকাশ করছে ঠিক ততটা আগ্রহী নন যারা ভোটের সময় তৃণমূল ছেড়ে বেরিয়ে গেছেন তাদের নিতে। মুকুল ঘনিষ্ঠ যে সকল নেতা এখনো বিজেপিতে আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে তৃণমূল কংগ্রেসে নেয়া হতে পারে বলে সূত্রের খবর। জানা গেছে ইতিমধ্যেই মুকুল রায় তার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে তিনি কাজ শুরু করে দিয়েছেন।

Advertisement

পশ্চিম বাংলার বাইরে বেশ কয়েকটি রাজ্যের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তবে দু-একদিনের মধ্যেই মুকুল রায়ের নয়া পথ ঘোষণা হতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে তাকে রাজ্যসভার সদস্য করা হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। সে ক্ষেত্রে তিনি কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে পদত্যাগ করবেন সেই আসনে তার পুত্র শুভ্রাংশু রায় প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য রাজ্যে দুটি রাজ্যসভার আসন খালি রয়েছে। দীনেশ ত্রিবেদী পদত্যাগ করায় সেই আসনটি এবং মানুষ রঞ্জন ভূইয়া মন্ত্রী হওয়ায় সে আসনটি খালি হয়েছে। এই দুটি আসনে যশবন্ত সিনহা ও মুকুল রায় রাজ্যসভায় যেতে পারেন বলে সূত্রের খবর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ