দেশ 

“আমাকে মেরে ফেলতে পারে মাফিয়ারা,আমার প্রাণসংশয় রয়েছে” পুলিশে অভিযোগ জানানোর ২৪ ঘণ্টার মধ্যেই বাইক দুর্ঘটনায় মারা গেলেন উত্তরপ্রদেশের এক সাংবাদিক মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধছে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লিকার মাফিয়ারা তাকে মেরে ফেলতে পারেন এমন আশঙ্কা করে উত্তরপ্রদেশের পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সর্বভারতীয় এক হিন্দি সংবাদমাধ্যমের সাংবাদিক। অভিযোগ জানানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওই সাংবাদিক বাইক দুর্ঘটনায় মারা গেলেন। তা নিয়ে উত্তরপ্রদেশের রাজনীতি তোলপাড় শুরু হয়েছে। মৃত সাংবাদিকের পরিবারের অভিযোগ লিকার মাফিয়া রায় তাদের বাড়ির সন্তানকে খুন করেছে। যদিও পুলিশের দাবি বাইক দুর্ঘটনায় মারা গেছেন ওই সাংবাদিক। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের এই সাংবাদিকের নাম সুলভ শ্রীবাস্তব। তিনি ২৪ ঘণ্টা আগে”আমাকে মেরে ফেলতে পারে মাফিয়ারা। আমার প্রাণসংশয় রয়েছে।” পুলিশের কাছে অভিযোগে জানিয়েছিলেন। তার পরেই তার বাইক দুর্ঘটনায় মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, সম্প্রতি পুলিশের কাছে নিজের প্রাণসংশয়ের আশঙ্কার কথা জানিয়ে একটি চিঠি লিখেছিলেন সুলভ। সেখানে তিনি জানিয়েছিলেন, দিনকয়েক আগে রাজ্যের লিকার মাফিয়াদের নিয়ে একটি খবর করেছিলেন। বিভিন্ন পোর্টাল এমনকী তাঁর চ্যানেলেও গত ৯ জুন খবরটি পরিবেশন করা হয়। যা নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে যায়। কানাঘুষোয় জানতেও পারেন, তার উপর ক্ষুব্ধ লিকার মাফিয়ারা। এই খবরটি করায় সুলভকে প্রাণে মেরে ফেলার সিদ্ধান্তও নাকি নেওয়া হয়েছে। পুলিশকে লেখা চিঠিতে সুলভ আরও জানান, খবরটি করার পরদিন থেকেই বাড়ি থেকে বেরলে তাঁকে কেউ বা কারা ফলো করছে। আর তাই প্রাণসংশয়ের আশঙ্কায় ভুগছেন তিনি। পরিবারের লোকেরাও তাঁকে নিয়ে বেশ চিন্তিত। আর সেকারণেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

কিন্তু এই অভিযোগ জানানোর ২৪ ঘণ্টাও কাটল না। পরদিনই বাইক দুর্ঘটনায় মৃত্যু হল সুলভের। পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠান কভার করে রবিবার রাত ১১টায় বাড়ি ফিরছিলেন সুলভ। তখনই বাইক থেকে পরে যান তিনি। পরবর্তীতে স্থানীয় কয়েকজন শ্রমিক আহত সুলভকে দেখতে পান। তাঁরাই ওই সাংবাদিকের ফোন থেকে তাঁর বন্ধুদের ফোন করেন। এরপর বন্ধুরা এসে সুলভকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই ঘটনার পিছনে লিকার মাফিয়াদেরই হাত দেখছেন সুলভের পরিবার থেকে শুরু করে বিরোধীরা। ইতিমধ্যে টুইটে যোগী প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। উত্তর প্রদেশ পুলিশের সমালোচনাতেও মুখর হয়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ