দেশ 

আমার বন্ধু-সহকর্মী-সহযোদ্ধা ও পথ প্রদর্শককে হারালাম : লালকৃষ্ণ আদবানী

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে শোকপ্রকাশ করে বললেন লালকৃষ্ণ আদবানি।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী অকৃত্রিম বন্ধুও সহকর্মী লালকৃষ্ণ আদবানি বলেন, “আমার ওঁর সহকারী হিসেবে ৬ বছর কাজ করার সুযোগ হয়েছিল। অটলজির নেতৃত্বেই প্রথম অ-কংগ্রেসী জোট সরকার তৈরি হয়েছিল।”

Advertisement

তিনি আরও বলেন, “আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি। আমার কাছে অটলজি একজন সহকর্মীর থেকেও বড় কিছু। উনি আমার কাছের বন্ধু। আমাদের দু’জনের বিভিন্ন কাজ মাথায় আসছে। আরএসএস-এর হয়ে প্রচারকের কাজ থেকে শুরু করে জরুরি অবস্থার দিন, বিজেপি জন্ম সবই আমার মাথায় আসছে। আমার সিনিয়র ছিলেন উনি। সবসময় উৎফুল্ল করতেন। পথ প্রদর্শক ছিলেন আমার।”

আজ বিকেল ৫টা ৫ মিনিটে দিল্লির হাসপাতালে মারা যান অটল বিহারী বাজপেয়ি। এরপর দেশজুড়ে শোকজ্ঞাপন শুরু হয়।

 


শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 1 =