কলকাতা 

বিজেপির পশ্চিমবাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে মুকুলের সঙ্গে তৃণমূলে নেওয়ার জন্য মমতাকে অনুরোধ করলেন তথাগত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর তা নিয়ে বিজেপির অন্দরমহলে সওয়াল-জবাব চলছে। এনিয়ে প্রথম দিনেই কেন্দ্রীয় নেতাদের কে টার্গেট করেছিলেন বিজেপি নেতা তথাগত রায় আজ রবিবার তিনি এবার টার্গেট করলেন বিজেপি নেতা বিজয় কৈলাস বিজয়বর্গীয়কে।দেখা যায়, ১১ জুন দিবাকর দেবনাথ নামে জনৈক বিজেপি কর্মী মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় সখ্যতা নিয়ে বিঁধেছেন।

টুইটারে লিখেছিলেন, “মমতা পিসি এই ভোদো বিড়ালটাকে তৃণমূলে নিয়ে নাও, মালটা বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে।🤗। সারাদিন মুকুলের সাথে ফিস/ফিস গুজ/গুজ করত।” রবিবার এই টুইটটিকে রিটুইট করেছেন তথাগত রায়। লিখেছেন, “দলের প্রতি বিশ্বস্ত এক বিজেপি কর্মীর টুইটটিকে ইংরেজিতে অনুবাদ করছি। এতে আমি কিছু যোগও করব না, আর কিছু বাদও দেব না।” এর পর ওই দিবাকর দেবনাথের টুইটের ইংরেজি অনুবাদ করেন তথাগত। যা দেখে ওয়াকিবহাল মহল মনে করছে, মুকুলপ্রীতির জন্য ঘুরিয়ে কৈলাস বিজয়বর্গীয়কে বিঁধলেন তিনি।

Advertisement

উল্লেখ্য, বিজেপির বঙ্গ বিপর্যয়ের পর থেকেই একাধিক টুইটে প্রাক্তন তৃণমূলীদের বিঁধেছেন তথাগত। কখনও আবার তৃণমূলের নেতাদের প্রতি প্রীতির জন্য নিজের দলের শীর্ষ নেতাদেরও বিঁধেছেন তিনি। এবার সরাসরি কৈলাস বিজয়বর্গীয়কে নিশানা করলেন বিজেপির বর্যীয়ান নেতা। তবে একা তথাগত নন, মুকুলের দলত্যাগের পরই কৈলাসকে বিঁধেছিলেন অনুপম হাজরাও। দলীয় সূত্রে খবর, মুকুলের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা ছিল কৈলাসের। তাঁর সুপারিশেই একাধিক তৃণমূল নেতা-নেত্রীকে ভোটের আগে দলে নেওয়া হয়েছিল বলে খবর।

এ নিয়ে দলের অন্দরের বহু নেতা কেন্দ্রীয় নেতৃত্বকে সতর্কও করেছিলেন। তবে কোনও লাভ হয়নি বলেই খবর। তাই এবার ভোটে হারের পর মুকুল এবং তাঁর অনুগামীদের বিজেপি ত্যাগের পর কৈলাস-সহ কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগছেন বহু নেতা-কর্মীই। এমন পরিস্থিতিতে তথাগত রায়ের এহেন কটাক্ষ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ