কলকাতা 

স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষা কর্মীদের নিয়ে ছাত্র-ছাত্রীদের মানসিক দৃঢ়তা বাড়াতে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে অনুসন্ধানের বিশেষ কর্মশালা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

১২ জুন, ২০২১ : করোনার দ্বিতীয় ঢেউ সামলে অবস্থা স্বাভাবিকত্বের দিকে ধীরে ধীরে আসছে । যদিও আমরা জানি না তৃতীয় ঢেউ কতখানি আসবে বা আসবে না। এক অনিশ্চিত দোলাচলের মধ্যে আমরা সকলে, বিশেষ করে নতুন প্রজন্ম, ছাত্র সমাজ। আবার, এরই মধ্যে বাতিল হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তার ফলাফল কীভাবে হবে, কেমন হবে, আবার তা নিয়ে ভর্তি হতে পারবো তো – এরকম নানা প্রশ্ন ভিড় জমাচ্ছে ছাত্র-ছাত্রীদের মনে।

অবশ্য আশার কথা,এই উদ্বেগ-অনিশ্চয়তা কাটিয়ে অভিভাবকদের পাশে দাঁড়াতে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান নানা রকম কর্মসূচি গ্রহণ করছে। এ রকমই এক অনুষ্ঠান ছিল গত শনিবার অর্থাৎ 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে। এদিন শিক্ষা-সংগঠন অনুসন্ধান রাজ্যের নানা স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজন করেছিল বিভিন্নমূখী প্রতিযোগিতা।

Advertisement

এবার তাদের (অনুসন্ধান) পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে কেবল মানসিক উদ্বেগ উত্তেজনা হতাশা কাটানোই নয় বরং ছাত্র-ছাত্রীরা দৃঢ় হয়ে বলবে – আমরাও পারি, করে দেখাবে তারা, প্রমাণ করবে আগামী দিনের প্রত্যাশা পূরণে তারা প্রস্তুত।

ছাত্র-ছাত্রীদের উপকারে অনুসন্ধানের এই দীর্ঘমেয়াদী কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাগণ। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অবস্থাকে নিজের অনুকূলে এনে বিভিন্ন সময়ে উঠে দাঁড়িয়েছেন যাঁরা, তাদের মধ্যে অন্যতম একজন হলেন আইআইটি হায়দ্রাবাদের গবেষিকা চন্দ্রিমা সেন। তাঁর মুখ থেকেই ছাত্র-ছাত্রীদের শোনানো হবে চড়াই উতরাই পেরিয়ে জীবনে এগিয়ে যাওয়ার কাহিনী। রবিবারের অনুষ্ঠানে অভিভাবকদের জন্য বিশেষ অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের যুগ্ম-আহ্বায়ক ড.কমল কৃষ্ণ দাস ।এই অধিবেশন পরিচালনা করবেন বিশিষ্ট মনোবিদ সঞ্জিত সেনগুপ্ত। অনুষ্ঠানে আর যাঁরা উপস্থিত থাকবেন তাঁরা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, বিজ্ঞানী মতিয়ার রহমান খান, ড.নওয়াজেস মন্ডল, ড. নিপম কুমার সাইকিয়া, শশাঙ্ক শেখর মন্ডল, ড. দেবব্রত মুখোপাধ্যায়, ড. সামসুল আলম, নভেন্দু সামন্ত, বংশী বদন চট্টোপাধ্যায়, আলী আহসান, সঙ্গীত হালদার, কাজী নিজামউদ্দীন, শঙ্খ ভট্টাচার্য্য, পিঙ্কি দাস প্রমূখ।

আগামী দিনেও এধরনের আরো অনেক কর্মসূচি নিয়ে অনুসন্ধান এগিয়ে আসার কথা ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের এবং রাজ্যের বাইরে শিক্ষামহল। অনুসন্ধানের প্রাণপুরুষ প্রবীণ বিজ্ঞানী সমর বাগচী সকলকে শুভেচ্ছা জানিয়ে এই ধরনের কাজে অগ্রসর হতে সকল সমাজসচেতন মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ