দেশ 

লাক্ষাদ্বীপের সিনেমা পরিচালক আয়েশা সুলতানা দেশদ্রোহী নন, দাবি জানিয়ে দল ছাড়লেন একাধিক বিজেপি নেতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুসলিম প্রধান কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে একাধিক বিজেপি নেতা দল থেকে পদত্যাগ করলেন। সম্প্রতি লাক্ষাদ্বীপ প্রশাসক প্রফুল্ল প্যাটেল লাক্ষাদ্বীপের একমাত্র সিনেমা পরিচালক আয়েশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহ ও বিদ্বেষ ছড়ানোর ধারায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন।  গতকাল শুক্রবার এ নির্দেশ দেওয়ার পরেই লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চল বিজেপি নেতাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তাদের অভিযোগ প্রশাসক প্রফুল্ল প্যাটেল মিথ্যা অভিযোগ এনেছেন আয়েশা সুলতানার বিরুদ্ধে।

দ্বীপের বিজেপি নেতাদের অভিযোগ আয়েশা সুলতানা একজন সিনেমা পরিচালক তিনি স্বাধীন মতামত ব্যক্ত করেছেন তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের করা যায় না। লাক্ষাদ্বীপের বিজেপি নেতারা আয়েশার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যে’ ও ‘অনৈতিক’ দাবি করে দলও ছাড়লেন তাঁরা। তাঁদের মধ্যে অন্যতম খোদ লাক্ষাদ্বীপের বিজেপি সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মুল্লিপুঝাও।

Advertisement

কেন্দ্রশাসিত এই অঞ্চলের সভাপতি আবদুল কাদেরকে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ওই নেতারা। সেখানে তাঁরা দাবি করেছেন, যে সময়ে লাক্ষাদ্বীপের বিজেপি কর্মীরা প্রশাসক প্রফুল্ল প্যাটেলের ‘অগণতান্ত্রিক পদক্ষেপের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, সেই সময়ে আয়েশা সুলতানার বিরুদ্ধে ‘মিথ্যে’ অভিযোগ আনা হচ্ছে। এইভাবে তাঁর ভবিষ্যৎ ও পরিবারের ক্ষতি করা হচ্ছে বলেও অভিযোগ গেরুয়া শিবিরের প্রতিবাদী নেতাদের।

আয়েশার হয়ে সওয়াল করা ছাড়াও প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁদের। চিঠিতে তাঁরা লিখেছেন, প্লফুল্ল যা করছেন তা ‘জন-বিরোধী’, ‘গণতন্ত্র-বিরোধী’ ও ‘এর ফলে সাধারণ মানুষকে অত্যন্ত দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।’ প্রসঙ্গত, এর আগে গত মে মাসেও আটজন বিজেপি নেতা প্রফুল্ল প্যাটেলের  সিদ্ধান্তগুলির প্রতিবাদ করে পদত্যাগ করেছিলেন।

খবরে প্রকাশ সম্প্রতি মালয়ালম টিভি চ্যানেল ‘মিডিয়াওয়ান টিভি’-তে এক বিতর্কসভায় তিনি দাবি করেন, লাক্ষাদ্বীপের মানুষের উপরে করোনা ভাইরাসকে ‘জৈব অস্ত্র’ হিসেবে প্রয়োগ করছে মোদি সরকার! তিনি বলেছিলেন, ‘‘করোনায় সংক্রমিতের সংখ্যা শূন্য থেকে দৈনিক একশোয় পৌঁছে গেল কী করে? এটাকে ওরা জৈব অস্ত্র হিসেবে প্রয়োগ করছে। আমি একেবারে হলফ করে বলতে পারি। করোনাশূন্য একটা জায়গায় কেন্দ্র যে এই জৈব অস্ত্র প্রয়োগ করেছে তা পরিষ্কার।’’ বিতর্কের সূত্রপাত এই মন্তব্য থেকেই। কেবল দেশদ্রোহিতা নয়, বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনা হয়েছে লাক্ষাদ্বীপের প্রথম চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ