দেশ 

বাজপেয়ীর মৃত্যতে শোক প্রকাশ করে যা বললেন বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইট বার্তায় তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে আমি মর্মাহত। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা, বাগ্মিতা, বিশাল ব্যক্তিত্ব তাঁকে এক অনন্য আসনে বসিয়েছে। আমরা সবাই তাঁর অভাব অনুভব করব।

 

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ টুইটারে শোকজ্ঞাপন করেন তিনি।প্রধানমন্ত্রী লেখেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমাদের শ্রদ্ধেয় অটলজি আর নেই। ওনার জীবনের প্রতিটা মুহূর্ত দেশের জন্য নিয়োজিত।” তিনি আরও লেখেন, “অটলজির মৃত্যুতে একটা অধ্যায় শেষ হল। উনি দেশের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন।”

Advertisement

অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে শোকপ্রকাশ করলেন মনমোহন সিং। তিনি বলেন, বাজপেয়িজি একজন অসাধারণ কবি ও বাগ্মী ছিলেন। আবার অসামান্য সাংসদ এবং প্রধানমন্ত্রী ছিলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ টুইটারে শোকজ্ঞাপন করে বলেছেন, “অটল বিহারী বাজপেয়ির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রী হিসেবে তিনি ছিলেন গণতন্ত্রের প্রতি অবিচল।  বিরোধিতার ক্ষেত্রে ছিলেন গঠনমূলক সমালোচক এবং ঐকমতের অনুসারী। তাঁর প্রয়াণে ভারত একজন মহান সন্তানকে হারাল। একটি যুগের অবসান হল।”


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × 5 =