জেলা 

হাওড়ার সমাজসেবী সুব্রত রায় ফ‍্যান ক্লাব ও আতিথ‍্য ক‍্যটারার ট‍্যুর এন্ড ট্রাভেলসের যৌথ উদ‍্যোগে সুন্দরবনের ইয়াশ বিপর্যস্ত অঞ্চলে খাদ‍্যসামগ্রী ও ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম :  হাওড়া উত্তর বিধানসভার সামাজসেবী সংগঠন সুব্রত রায় ফ‍্যান ক্লাব ও আতিথ‍্য ক‍্যাটারার ট‍্যুর এন্ড ট্রাভেলসের যৌথ উদ‍্যোগে হাওড়া থেকে আটজন সদস‍্যকে সঙ্গে নিয়ে সম্প্রতি সুন্দরবনের ঈয়াশ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত অঞ্চলে মানুষের পাশে দাড়াতে পঁচিশশো নতুন জামা কাপড়, বায়ইশো প‍্যাকেট সিলকরা জলের বোতল, চাল,আটা,ছাতু, সোয়াবিন তেল,বিস্কুট সহ অন‍্যান‍্য আনুসাঙ্গিক খাদ‍্যসামগ্রী প্রায় সাতশো মানুষের মধ‍্যে বিতরণ করেন।

সমাজসেবী সুব্রত রায় নিজে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সুব্রত রায় ফ‍্যান ক্লাবের সম্পাদক সৌরভ রায় জানান তারা বছরের বিভিন্ন সময় নানা সমাজসেবা মূলক কাজ করে থাকেন।এর আগেও এবছর কোভিড পরিস্থিতিতে উত্তর হাওড়ায় বাজার স‍্যানিটাইজেশান মাস্ক বিতরণ সহ সচেতনতা মূলক প্রচার কাজ তারা করেছেন।আজ তারা সুন্দরবন অঞ্চলের অসহায় মানুষদের মধ‍্যে খাদ‍্যসামগ্রী ও নিত‍্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করলেন।।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty − 17 =