কলকাতা 

নুসরাত নাকি নিখিলকে বিয়ে করেননি লিভ ইন করেছেন, তাহলে সিঁদুর পড়ে সংসদে শপথ নিয়েছিলেন কেন?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নাজমা ইয়াসমিন : ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার কয়েক দিন পরেই বসিরহাটের সাংসদ নুসরাত জাহান বিয়ে করেছিলেন কাপড় ব্যবসায়ী নিখিল জৈনকে। সেই সময়কার সংবাদপত্রেই ফলাও করে এই খবর প্রকাশিত হয়েছিল। এই বিয়ের রিসেপশন বসেছিল তুরস্কে। তুরস্ক থেকে ফিরে এসে কলকাতায় হয়েছিল বড় অনুষ্ঠান। আমাদের রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা তো বটেই এমনকি সারাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

নুসরাত জাহানের বিয়ের কারণেই তার সাংসদ হিসেবে শপথ নিতে একটু একটু দেরি হয়ে গিয়েছিল ।এটাও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। যেকোনো কারণেই হোক নুসরাত জাহান এর সঙ্গে নিখিলের সম্পর্ক এখন খুব একটা ভালো নয়। এখন নুসরাত সময় কাটাচ্ছেন যশ দাশগুপ্তের সঙ্গে। অভিনেতা যশ দাশগুপ্তকে নিয়ে তিনি বালিগঞ্জের ফ্ল্যাটে থাকছেন বলে বাজারে গুঞ্জন। নুসরাত নাকি মা হতে চলেছেন এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

Advertisement

যাইহোক বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান তার ব্যক্তিগত জীবনে কি করবেন তা নিয়ে কারো কিছু বলার থাকতে পারে না। কিন্তু প্রশ্ন উঠেছে নুসরাত যখন সরাসরি বলছেন যে তার সঙ্গে নাকি নিখিলের বিয়ে হয়নি এই মিথ্যাচার কেন? একজন সাংসদ ভোটে জেতার পর বিয়ে করার জন্য ভিন দেশে চলে গেলেন এবং অনেক পরে শপথ নিলেন তারপরে আজকে তিনি বলছেন তিনি নাকি বিয়ে করেননি নিখিলের সঙ্গে লিভ ইন করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একজন বাঙালি সংস্কৃতি বিরোধী অভিনেত্রীকে সাংসদ করেছেন যা আমাদের কাছে যথেষ্ট লজ্জার কারণ হয়ে উঠেছে। বাংলায় কি আর কোনো নেতা বা নেত্রী ছিলেন না যাকে বসিরহাট থেকে  নির্বাচিত করা যেতে পারত।  যে বসিরহাট হুমায়ুন কবিরের মত বিশিষ্ট শিক্ষাবিদকে সংসদে পাঠিয়েছিল সেই বসিরহাটের সাংসদ আজ যে কথাটা বলে যাচ্ছেন তা যথেষ্ট অস্বস্তির কারণ।

নিখিলকে পছন্দ হতে পারে নাও হতে পারে নুসরাতের। কিন্তু তা বলে এই ধরনের কথা বলে তিনি কি করতে চাইছেন ? তা এখনও স্পষ্ট নয়। নিখিলের সঙ্গে যদি তিনি লিভ ইন করে থাকেন তাহলে কেন তিনি করবা চৌথ পালন করেছেন ?  কেন তিনি সিঁদুর খেলেছিলেন ? কেন তিনি সিঁদুর পরে সংসদে গিয়ে শপথ নিয়েছিলেন ? সেই সব প্রশ্ন আজকে উঠবে ! এই ধরনের প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেসকে দেশের সামনে অস্বস্তিতে ফেলাটা কি উচিত হয়েছে?


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three + 7 =