দেশ 

ভয়াবহ অপুষ্টিতে ভুগছে এদেশের লক্ষ লক্ষ শিশু , বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা আরও খারাপ , মোদীর ভারতের প্রকৃত চিত্র জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ ইবাদুল ইসলাম : মোদী সরকার নিজেদের ঢাক যতই বাজানোর চেষ্টা করুক না কেন , আসলে তা যে নিছক প্রচার ছাড়া আর কিছু তা আর বলার অপেক্ষা রাখে না । আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী । সেই আচ্ছে দিন এখন শুধু বুরা দিন হয়েছে তা নয় সে এখন সংকটের দিন হয়ে উঠেছে । মানুষ বাঁচবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । মানুষের জীবন-মরণ নিয়ে চলছে সংগ্রাম । মোদী সরকারের কোনো প্লান নেই, পরিকল্পনা নেই ।

রাষ্ট্রসংঘের তথ্য বলছে, জনস্বাস্থ্য থেকে সর্বজনীন শিক্ষা, শিশুদের অপুষ্টি দূরীকরণ বা বেকারত্ব— অর্থনীতি-কর্মসংস্থানের মতো এই সব গুরুত্বপূর্ণ সূচকেও মোদী জমানায় ক্রমশই তলিয়ে যাচ্ছে একদা বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হয়ে ওঠা ভারত। প্রতিবেশী বাংলাদেশ তো বটেই, ভুটান, নেপাল বা শ্রীলঙ্কার মতো তথাকথিত ছোট অর্থনীতির দেশও গত কয়েক বছরে মোদী-শাসিত ভারতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। সার্কভুক্ত ছোট দেশগুলির কাছে আমরা ক্রমশই পিছিয়ে যাচ্ছি । কোন জাদুমন্ত্রে অর্থনীতিতে এগিয়ে থাকা ভারত পিছিয়ে যাচ্ছে তা বুঝে উঠতে পারছে না নাগরিকরা ।

Advertisement

এদিকে এখানেই শেষ নয় , বিশ্বগুরু হয়ে উঠবে ভারত এই ভাষণে আপ্লুত হয়ে আমরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে তাল মেলাচ্ছি ঠিক তখনই এদেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের অপুষ্টির এক ভয়াবহ ছবি সামনে এসেছে । মনমোহন সিংহের সরকারের খাদ্য সুরক্ষা আইন কী অবস্থায় আছে তা খাদ্য সূচকের নিম্নগতি হার দেখলেই স্পষ্ট হবে ।  আর এর সঙ্গেই প্রায় সামঞ্জস্য হয়ে দেখা দিয়েছে শিশুদের অপুষ্টির ছবি । তথ্যের আইন অনুসারে একটি প্রশ্নের উত্তর সরকারের কাছ থেকে এসেছে । তাতে এই ভয়াবহ ছবি ফুটে উঠেছে ।

মোদী সরকারের নারী ও শিশুকল্যাণ উন্নয়ন মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর পর্যন্ত দেশে ৯ লক্ষ ২৭ হাজার শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। এই সব শিশুদের বেশিরভাগ বাস বিজেপি শাসিত রাজ্যগুলিতে। যার শীর্ষে রয়েছে যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ এবং বিজেপি-জোট শাসিত বিহার। দুই রাজ্য মিলিয়ে সংখ্যাটা সাড়ে ৬ লক্ষেরও বেশি। পিছিয়ে নেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এমনকি কেন্দ্রশাসিত লাদাখ, লাক্ষাদ্বীপও। তালিকায় নাম রয়েছে উত্তর-পূর্বের নাগাল্যান্ডেরও। এই সব রাজ্যের ৬ মাস থেকে ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের মধ্যে ওইটুকু সংখ্যাকে চিহ্নিত করা গিয়েছে মাত্র।

মোদী সরকারের দেওয়া এই তথ্যের বাইরে রয়েছে আরও ভয়াবহ ছবি । তাহলে বিজেপি সরকার এদেশে আসলে কী কাজ করছে ? যে সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের ন্যুনতম পুষ্টির ব্যবস্থা করতে পারে না , সেই সরকারের কী ক্ষমতা থাকাটা নৈতিকতা দিক থেকে মেনে যায় ? কী বলবেন পাঠকরা !


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one × two =