কলকাতা 

গীতা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ আলমবাজারে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : উত্তর২৪পরগনা জেলার আলমবাজার মঠ মন্দিরের  কাছে ৭নম্বর ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে গীতা দেবী গুপ্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্তমানে করোনা মহামারী পরিস্থিতিতে ৩হাজার মানুষকে মাক্স ও সেনিটাইজার এবং খাদ্য ও রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায় এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও (গীতা দেবী ফাউন্ডেশনের সেক্রেটারি অজয় গুপ্ত) কলকাতা প্রেস ক্লাবে কোষাধক্ষ্য অরিজিৎ দত্ত এবং নিতাই মালাকার, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি অমিত গুপ্তা এবং আলমবাজার( ইউ বি আই)ব্যাঙ্ক ব্রাঞ্চ ম্যানেজার তপেন ভট্টাচার্য আরো বিশিষ্ট গুনিজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

Advertisement

আলমবাজার গীতা দেবী ফাউন্ডেশনের সেক্রেটারি অজয় গুপ্ত মহাশয় বলেন করোনা মহামারীর সময় রক্তদান শিবিরে আয়োজন ও ইয়াস প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত। গীতা দেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন রোহিত সাউ, বিধান মল্লিক, দিলীপ দেবনাথ, সঞ্জয় গুপ্তা, সুভাষ মল্লিক, রাম প্রকাশ চৌধুরী আরো আরো অনেক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 3 =