জেলা 

শীতলকুচি কান্ডের তদন্তে নয়া মোড়, সোমবারই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে ব্যালেস্টিক টিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট চলাকালীন সময়ে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে চার জনের মৃত্যু নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায় । এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দেন । সেই তদন্ত এখন চলছে । বিভিন্ন সূত্র সেদিন কেন গুলি চালানো হয়েছিল তা নিয়ে তদন্ত করছে সিআইডি। তবে এই তদন্ত করতে গিয়ে একটি চাঞ্চল্য তথ্য সিআইডির হাতেেএসেছে  সিআইডি রিপোর্ট পাওয়া তথ্য অনুযায়ী, বাইরে গণ্ডগোল হলেও বুথের ভিতর দরজা ভেদ করে গুলি ঢুকে যায়। গুলি লাগে ব্ল্যাকবোর্ডেও। বাইরে অশান্তি হওয়া সত্ত্বেও কীভাবে ভিতরে গুলি গেল, তা খতিয়ে দেখতে মরিয়া ফরেন্সিকের ব্যালেস্টিক টিম। আগামী কাল সোমবার ঘটনাস্থলে যাবেন বিশেষজ্ঞরা।

চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচির  জোরপাটকির ১২৬ নম্বর বুথে গুলিবিদ্ধ হয়ে একে একে প্রাণহানি হয় চারজনের। যদিও ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল, তিনজনের শরীরে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। তবে একজনের শরীরে মিলেছে স্প্লিন্টার। সিআইএসএফ যদি গুলি চালায় সেক্ষেত্রে কীভাবে স্প্লিন্টার এল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

এদিকে, সিআইডি রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই বুথের ভিতরেও গুলি ঢুকে গিয়েছিল। ব্ল্যাকবোর্ডে গুলি লাগে। বাইরে অশান্তি হলেও দরজা ভেদ করে কীভাবে ভিতরে গুলি গেল, তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সোমবার শীতলকুচিতে ঘটনাস্থল পরিদর্শনে য়াবেন ফরেন্সিকের ব্যালেস্টিক টিম। সোমবার তিন সদস্যের দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eleven − 6 =