কলকাতা 

অনলাইনে বিশ্ব পরিবেশ দিবস সাড়ম্বরে পালিত হল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন হয়ে গেল রাজ্যব্যাপী এক বিশেষ অনলাইন অনুষ্ঠান। ছাত্র-শিক্ষকদের তৈরি অনুসন্ধান গ্রুপের পক্ষ থেকে ছিল এই অনুষ্ঠান। গত ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস উপলক্ষে করা এক প্রতিযোগিতামূলক অনলাইন অনুষ্ঠান থেকেই এই সংগঠনের যাত্রা শুরু। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের নিয়ে ছিল বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আসর। পরিবেশ দিবস উপলক্ষে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রবীণ বিজ্ঞানী বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনলজি মিউজিয়ামের প্রাক্তন অধিকর্তা সমর বাগচী। তিনি বলেন আধুনিক সমাজের প্রচন্ড চাহিদা তথ্য ভোগ বিলাস আমাদেরকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। অনতিবিলম্বে এই বিপদ থেকে কী করে বাঁচা যায় তা আমাদেরকে সম্মিলিতভাবে ভাবতে হবে । তিনি আরো বলেন ষষ্ঠ গণবিলুপ্তির দিকেই এগিয়ে চলেছে গোটা বিশ্ব। আমাদের এখনই সাবধান হওয়া প্রয়োজন। এদিন এই অনুষ্ঠানের প্রারম্ভিক সভায় আর যাঁরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ বায়ো ডাইভারসিটির প্রাক্তন চেয়ারম্যান ডক্টর অশোক কান্তি সান্যাল, বিশিষ্ট বিজ্ঞানী পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন এর ডাইরেক্টর ডঃ অমলেন্দু বসু, অধ্যাপক শুভময় দাস, শশাঙ্ক শেখর মন্ডল,ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় প্রমূখ ।

পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন অসম থেকে যোগ দেন অধ্যাপক নিপম কুমার সাইকিয়া। তিনি স্বরচিত গান শুনিয়ে সকলকে অনুপ্রাণিত করেন। যেভাবে পৃথিবীতে গাছের সংখ্যা কমে যাচ্ছে তাই নিয়েই ছিল তার গানের প্রতিপাদ্য বিষয়। এছাড়াও দিল্লি থেকে যোগ দেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মতিয়ার রহমান খান। পরবর্তী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখে তিনি অত্যন্ত খুশি হন এবং ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে আরো এগিয়ে এলে অনুসন্ধান এর পক্ষ থেকে নানা রকম কর্মসূচি নেওয়া যেতে পারে বলে তাঁর অভিমত পেশ করেন। প্রারম্ভিক এই সভাটির পরিচালনা করেন নায়ীমূল হক।

Advertisement

এদিনের প্রতিযোগিতা পর্বে ছিল প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিভাগ – বক্তৃতা করেন প্রতিযোগিতা, পোস্টার বানাও প্রতিযোগিতা, স্লোগান নির্মাণ প্রতিযোগিতা এবং ইন-হাউস প্লান্টেশন নিয়ে ফটোগ্রাফি প্রতিযোগিতা। খুবই আগ্রহ উদ্দীপনার সঙ্গে ছাত্র ছাত্রীরা এই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । সারা রাজ্যের প্রায় পাঁচশত ছাত্র-ছাত্রী এতে অংশ নেয়‌‌। এমনকি নির্দিষ্ট সময়ের পরও অনেক ছাত্রছাত্রী অংশ নেওয়ার আবেদন জানায়।

এই অনুষ্ঠানের সমস্ত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন পিংকি দাস, অধ্যাপক জুনায়েদ জাভেদ, শর্মিষ্ঠা শীল, অঞ্জন মজুমদার, আপ্পু পাল,রাহুল সেনগুপ্ত, মিতালী মুখার্জী, আখের সরদার, সাহাবুল ইসলাম, গৌরাঙ্গ সরখেল, তমাল ঘড়াই, নাজিরুল হক প্রমূখ।

উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের মধ্যে অন্যতম সায়ন কর্মকার, প্রত্যুষ মুখার্জি, সোহেল আখতার ও নাফিসা ইসমাত।

প্রতিযোগিতার শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা করা হয় এবং সবশেষে বলা হয় করোনার রেশ মিটলে কলকাতার কোনো একটি স্কুলে বিজয়ী ছাত্র-ছাত্রীদের নিয়ে অভিভাবকসহ একটি পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে । একথা জানান অনুসন্ধান পুরস্কার কমিটির আহ্বায়ক সিকান্দার মন্ডল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + fifteen =