জেলা 

ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চলের কয়েক হাজার মানুষের পাশে দাঁড়াল রাজ্যের ৪টি নামকরা স্বেচ্ছাসেবী সংস্থা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল বৃহস্পতিবার ৩জুন ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের দ্বীপ অঞ্চলে এক হাজার মানুষের পাশে দাঁড়ালো রাজ্যের ৪ টি নামকরা স্বেচ্ছাসেবী সংস্থা।


ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাষ্ট, হিউম্যান কেয়ার ট্রাষ্ট,(কলিকাতা) রিষড়া উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বিশ্ব মানব কল‍্যান ইসলামীয়া ট্রাষ্ট। উপস্থিত ছিলেন ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ট্রাষ্টি – মুফতি গোলাম হাবিব সাহেব , তপন শিকদার, আব্দুলাহিল মারুফ সাহেব, নৌসাদ ভাই ,কলিকাতা, নিমাই গায়েন, ইমামুদ্দিন মোল্লা, রমজান আলী ,সেখ সাইফুল ইসলাম আ রও সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement


৪ টি সংস্থা মিলে এক হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, ঔষধ , জামা কাপড়,পানীয় জল ইত্যাদি বিতরন করা হয়।
ওই এলাকার মানুষের একটাই চাওয়া পাওয়া দ্রুত নদী বাঁধ সংস্কার করা অথবা কংক্রিটের বাঁধ নির্মাণ করা।
সুন্দরবন এলাকার মানুষ কী অবস্থায় আছে তা না দেখলে বোঝা যাবে না।
আরও তিন জায়গায় ঔষধ ও জামাকাপড়, খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে , সন্দেশ খালি,ধামাখালি ও মালঞ্চ ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + nineteen =