দেশ 

সমাজকে ধর্ষণের হাত থেকে স্বাধীন করতে হবে, তিন তালাক বিরোধী আইন করতে আমরা বদ্ধপরিকর স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সুরক্ষা ও মহিলা স্বাধীনতা ,মহিলা-সক্ষমতা বিষয়ক বেশ কিছু দিক নিয়ে বলেন। প্রধানমন্ত্রীর ভাষণে  দেশের নারী শক্তির উন্নয়নে বেশ কিছু ঘোষণা যেমন ছিল, তেমনই ছিল ধর্ষণ ও তিন তালাকের মত গুরুত্বপূর্ণ বিষয়ও।মহিলা নিরাপত্তা ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, সমাজকে ধর্ষণের হাতে থেকে স্বাধীন করতে হবে। মধ্যপ্রদেশ ইতিমধ্যেই ধর্ষকদের রেয়াত না কের ফাস্টট্র্যাক কোর্টে তাদের চরমতম শাস্তি দিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আশ্বাস দেন ধর্ষকদের কোনও মতেই রেয়াত করবে না দেশ।

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে তিন তালাকের প্রসঙ্গও। তিনি বলেন, ‘ মুসলিম বোন ও মেয়েদের অধিকার যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে চাই। তাঁদের নিরাপত্তা দিতে কোনও উদ্যোগ বাকি রাখবে না সরকার।তিন তালাক বিরোধী আইনে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি এদিন শর্ট সার্ভিসে নিযুক্ত মহিলাদের জন্য স্থায়ী কমিশনে উন্নিত হওয়া নিয়ে সরকারী উদ্যোগের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সুপ্রিমকোর্টের ৩ জন মহিলা বিচারপতির অবস্থানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাডা়ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীদের সংখ্যার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর এই প্রথম এত বেশি সংখ্যক মহিলা মন্ত্রী রয়েছেন কোনও কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায়।

Advertisement

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three − one =