দেশ 

মনমোহনের সঙ্গে সব দিক থেকেই এগিয়ে তাঁর সরকার দাবি নরেন্দ্র মোদীর

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ৭২ তম স্বাধীনতা দিবস লালকেল্লার মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে  মনমোহন সিং সরকারের সঙ্গে নিজের সরকারের তুলনামূলক আলোচনা কররেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ক্ষেত্রেই তাঁর সরকার মনমোহন সিং-এর নেতৃত্বাধীন ইউপিএ-টু সরকারের থেকে এগিয়ে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউপিএ সরকারের কাজের গতি নিয়ে কটাক্ষ করেছেন তিনি।

তিনি বলেছেন ২০১৩-র গতিতে চললে বিদ্যুত পৌঁছত না ।দেশে গ্রামীণ বৈদ্যুতিকিকরণ, শৌচালয় নির্মাণ নিয়ে ২০১৩-র সঙ্গে তুলনা টেনেছেন প্রধানমন্ত্রী। অন্য কোনও সরকার হলে এই কাজ করতে বছরের পর বছর সময় লাগত বলে দাবি করেছেন মোদী। ২০১৩-র তুলনায় কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে বলে জানিয়েছেন মোদী । একই সঙ্গে দেশে ২০১৩ সাল নাগাদ যেখানে প্রত্যক্ষ করদাতার সংখ্যা ছিল প্রায় ৩ কোটির মতো, এনডিএ সরকারের চেষ্টায় তা বেড়ে হয়েছে ৭.২৫ কোটির মতো। এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী ।

Advertisement

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × one =