বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রকাশিত হলো ‘প্রগতি ‘- ৬০ বর্ষ ঈদ সংকলন-২০২১

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা,কলকাতা:কোরোনার প্রতিবন্ধকতা সত্ত্বেও গত ১২ মে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে বার্ষিক ঈদ সংকলন ‘প্রগতি-২০২১’। উল্লেখ্য গত বছর কোরোনা প্রকোপের মধ্যেও ‘প্রগতি-২০২০’ যথা সময়ে প্রকাশ করতে সমর্থ হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি।

প্রগতি পরিষদ বেঙ্গল সুপার মার্কেট আকড়া স্টেশন রোড থেকে প্রকাশিত বর্ষীয়ান সম্পাদক মহম্মদ আলীর সম্পাদনায় প্রগতির ৬০ তম বর্ষ সংকলনটি বৈচিত্রের দাবিদার। ২৩২ পৃষ্ঠার এবারের সংকলন সমৃদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং অসমের বিভিন্ন লেখকের লেখায়।

Advertisement

সম্পাদকের দূরদর্শিতায় সমসাময়িক বিষয় ভিত্তিক বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ যেমন সমৃদ্ধ করেছে সংকলনটিকে। তেমনি সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নানের আন্তরিকতায় একাধিক উন্নতমানের গল্প ও কবিতা আলোকিত করেছে সংকলনকে। প্রাবন্ধিকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন অমর্ত্য সেন, মীরাতুন নাহার, আমিনুল ইসলাম, কামরুল হান্নান, সেখ ইবাদুল ইসলাম, সেমন্তী ঘোষ, গোলাম রাশিদ, আনসার আলি শেখ, শবরী পাইক, কৌশিক বসু, সিরাজুল ইসলাম, নার্গিস সাত্তার ও সামসুজ জামান। ভৌগলিক সীমানা পেরিয়ে যেসব বিশিষ্ট গল্পকারদের গল্প সমৃদ্ধ করেছে সংকলনকে তাঁরা হলেন জয়ন্ত রসিক, সৈয়দ রেজাউল করিম,কালাম শেখ, মুজতবা আল মামুন, মানিক দাস, সেখ আব্দুল মান্নান, বদরুদ্দোজা হারুন, বিধান সাহা, স্বপ্ন কুমার হালদার, প্রতীক্ষা মল্লিক, রাঘবেন্দ্র মুখোপাধ্যায়, পরিতোষ তালুকদার, নাজিব ওয়াদুদ, দেওয়ান মোহাম্মদ সামসুজ্জামান, সবিতা বেগম, ড. গার্গী নাগ, প্রবীর জানা ও আঞ্জু মনোয়ারা আনসারী।

কবিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মোরসালিন মোল্লা, হজরত আলী, বিদিশা করীম, মাহমুদুল হাসান নিজামী, আলোক সোম, সঞ্জয় চক্রবর্তী, তুষারকান্তি সাহা, সজলকান্তি সরকার, বিমলেন্দু চক্রবর্তী, শেখ সিরাজ, শ্যামল রায়, অনুব্রতা গুপ্ত, আইয়াজ মেহমুদ, সারফুদ্দিন মল্লিক, অপর্না হালদার, উপেক্ষিত শর্মা, ড. মনীষা চক্রবর্তী, ফারহানা শরমীন জেনী, সতীরঞ্জন আদক, রণজিৎ হালদার ও সেখ আফতাব উদ্দিন সরকার। সব মিলিয়ে প্রগতির ৬০ তম বছরের সংকলনটি সংগ্রহ যোগ্য।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 1 =