দেশ 

রাস্তার সিসিটিভিতে ধরা পড়ল উমর খালিদের উপর হামলাকারীর ছবি, খালিদকে হত্যার ছক কষা হয়েছিল বলে মনে করছে দিল্লি পুলিশ ,তদন্তে বিশেষ সেল

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : জেএনইউএর ছাত্রনেতা উমর খালিদের উপর হামলাকারীর ছবি বিঠল ভাই  পটেল রোডে রাখা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল কন্সটিটিউশন ক্লাবের আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার ঠিক পর পরই এক ব্যক্তি ছুটে পালাচ্ছে। তাকেই সন্দেহভাজন হামলাকারী বলে মনে করছে পুলিশ। জেএনইউ ছাত্র নেতা উমর খালিদকে হত্যার ছক করা হয়েছে বলে মনে করছে দিল্লি পুলিশ।

পুলিশের কাছে খালিদ জানিয়েছেন, গুলি ছোড়ার আগে আততায়ী তাঁর উপর ঝাপিয়ে পড়ে এবং ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়৷ এরপর শূন্যে গুলি ছোড়ে ৷ ডিসিপি মধুর বার্মা জানান, উমর খালিদের উপর হামলা হয়েছে৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর উপর ঝাপিয়ে পড়ে ধাক্কা মেরে ফেলে দেয় ৷ খালিদকে লক্ষ্য করে গুলি ছুড়তেই যায় ৷ কিন্তু লোকজন জড়ো হয়ে যাওয়ায় শূন্যে গুলি ছুড়ে পালিয়ে যায় ৷ তবে পালানোর আগে বন্দুকটি আততায়ীর হাত থেকে মাটিতে পড়ে যায় ৷ পরে ঘটনাস্থল থেকে সেই বন্দুকটি উদ্ধার করে পুলিশ৷

Advertisement

সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবেখউফ সে আজাদিবা বাংলায়আতঙ্ক থেকে মুক্তিনামে এক সমাবেশে যোগ দিতে এসেছিলেন জেএনইউ পরিচিত ছাত্র নেতা উমর খালিদ৷ কনস্টিটিউশন ক্লাবের বাইরে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুষ্কৃতী৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা পোশাকের অপরিচিত ব্যক্তি জেএনইউ ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি করে৷

ঘটনার পরই এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছিলেন, সাদা জামা পরে এক ব্যক্তি উমরকে লক্ষ করে গুলি চালায়। সিসিটিভি ফুটেজেও যে ব্যক্তির ছবি উঠেছে তিনি সাদা জামা পরে আছেন।


শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × three =