জেলা 

মঙ্গলবার থেকে শুরু হল ভাঙড়ে সাব-ষ্টেশন তৈরির কাজ শুরু হল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সকাল থেকে ভাঙড়ে শুরু হল সাবস্টেশন তৈরির কাজ। কাশীপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক মৃণাল রানে, পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ ও রাজ্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা প্রকল্পস্থান খতিয়ে দেখেন তাদের সঙ্গে ছিলেন ভাঙড়ের জমি রক্ষা কমিটির সদস্যরাও।১১ অগাস্ট ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী এবং সরকারের মধ্যে আলোচনা হয়। তাতে স্থির হয়, পাওয়ার গ্রিডের বদলে ওই জায়গায় পাওয়ার সাবস্টেশন তৈরি হবে। আন্দোলনকারীরা সেই চুক্তিতে রাজি হয়। ক্ষতিপূরণ বাবদ গ্রামবাসীদের ১২ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। সমস্যা মেটায় আজ সকাল থেকে সেইমতো কাজ শুরু হয়েছে।

অতিরিক্ত জেলাশাসক মৃণাল রানে বলেন, “সাবস্টেশন তৈরির কাজ আজ থেকে শুরু হয়েছে। সাবস্টেশনের ভূগর্ভস্থ তার নিয়ে যাওয়ার জন্য জমি জরিপের কাজও শুরু হয়েছে। আগে পাওয়ার গ্রিডের যন্ত্রপাতি বার করা হবে। পরে সাবস্টেশনের জন্য নতুন যন্ত্রপাতি আনা হবে। মূলত এই কাজই আপাতত শুরু হচ্ছে।”

Advertisement

তবে জমি রক্ষা কমিটির সদস্যরা প্রশাসনের কাছে কাজ শুরু করারে আগে বিজ্ঞপ্তি জারির দাবি জানান। প্রশাসনের আধিকারিকরা সে বিষয়ে বেশি কিছু না বললেও পাওয়ার গ্রিড প্রকল্পের সামনে আপাতত ফ্লেক্স লাগিয়ে কাজ শুরুর কথা বলেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + twenty =