দেশ 

“কয়েকটি আদর্শহীন দলের বেপরোয়া ও ছন্নছাড়া জোটকে মহাগটবন্ধন বলা যায় না, বরং পলিটিক্যাল অ্যাডভেঞ্চার বলা চলে : নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ২০১৯ সালে সংসদে রের্কড সংখ্যক আসন  নিয়ে  ক্ষমতায় ফিরে আসব এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্ব ভারতীয় প্রখ্যাত এক ইংরেজি দৈনিক দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী একথা বলেছেন। তিনি বলেছেন, ২০১৪-র লোকসভা নির্বাচনে আমার যত আসন জিতে ছিলাম তার চেয়ে অনেক বেশি আসন জিতব।

সর্বভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আগামী লোকসভা নির্বাচনে ২০১৪ সালের চেয়ে অনেক বেশি আসনে জয় পাবে বিজেপি। কারণ মানুষ কেন্দ্রে একটা শক্তিশালী ও দৃঢ়সংকল্প সরকার চায়, যারা কাজ করে দেখাতে পারবে। আমি নিশ্চিত গত লোকসভার জয়ের রেকর্ড ভেঙে দেব আমরা।” এনআরসি ইস্যু নিয়ে এক প্রশ্নের উত্তরে  বিরোধীদেরও আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সরকার প্রতিশ্রুতি অনুযায়ী অসমে নাগরিকপঞ্জির তালিকা সম্পূর্ণ করবে। এটা নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে।”

Advertisement

২০১৯-র লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের বিরোধীরা যে মহাজোট গড়ার উদ্যোগ নিয়েছে সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, “কয়েকটি আদর্শহীন দলের বেপরোয়া ও ছন্নছাড়া জোটকে মহাগাটবন্ধন বলা যায় না, বরং পলিটিক্যাল অ্যাডভেঞ্চার বলা চলে। আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য হবে উন্নয়ন, দ্রুত উন্নয়ন ও সকলের জন্য উন্নয়ন।”

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফায়েল যুক্তি যেসব প্রশ্ন তুলেছেন তা নিয়ে নরেন্দ্র মোদী এই সাক্ষাৎকারে বলেছেন, “এটা একটি সরকারের সঙ্গে অপর একটি সরকারের চুক্তি। এটি একটি সৎ স্বচ্ছ চুক্তি। জাতীয় স্বার্থকে নষ্ট করার জন্য এটা একটি প্রচেষ্টা।

 


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =