আন্তর্জাতিক 

পাকিস্থানের প্রধানমন্ত্রী হিসাবে ১৮ আগষ্ট শপথ নেবেন ইমরান খান, শপথ অনুষ্ঠানে ভারতের তিন কিংবদন্তী ক্রিকেটারকে আমন্ত্রন

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পাকিস্থানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান এবার দেশের শাসন ভার নিজের হাতে তুলে নিচ্ছেন। সদ্য সমাপ্ত পকিস্থানের সাধারণ নির্বাচনে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্থান তেহরিক-ই-ইনসাফ পার্টি ১১৬ টি আসন পেয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকারে বসতে হলে কমকরে ১৩৭ টি আসন পেতে হবে ,সেদিক থেকে ইমরানের দল ২১টি আসন কম পেয়েছে। কিন্ত ওই দেশের আর কোন রাজনৈতিক দল ইমরানের দলের প্রাপ্ত আসন সংখ্যার খুব কাছাকাছি কেউ নেই । তাই আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে ইমরানের সরকার গঠন করতে কোন অসুবিধা হবে না বলে রাজনৈতিক মহল মনে করছেন।

আজ শনিবার পাকিস্থান তেহরিকে ইনসাফ পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৮ আগষ্ট দেশের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান শপথ নেবেন।প্রথমে বলা হয়েছিল ১১ আগষ্ট ইমরান খান পাকিস্থানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। পরে জানানো হয় যে আগামী ১৮ আগষ্ট তিনি শপথ নেবেন। অর্থাৎ ১৪ আগষ্ট পাকিস্থানের স্বাধীনতা দিবসের দিনে ইমরান প্রধানমন্ত্রী হিসেবে পতাকা তুলতে পারবেন না।

Advertisement

জানা গেছে, ১৮ আগষ্ট শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের তিন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে । এরা হলেন সুনীল গাভাসকর, কপিল দেব এবং নভজ্যোৎ সিং সিধু। গত শুক্রবার পাকিস্থানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার ভাবী প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন। সেখানে দুদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × four =