কলকাতা 

আইনি জটিলতা নেই এমন আট জেলায় পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য বিঞ্জপ্তি জারি করল রাজ্য

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আইনি জটিলতা নেই অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হননি এমন পঞ্চায়েতগুলির বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করতে  পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে।শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৮টি জেলা পরিষদ, ১২৩টি পঞ্চায়েত সমিতি এবং ১৬৩৮টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করতে ওই বিঞ্জপ্তিতে বলা হয়েছে।

সমস্ত জেলাশাসকদের চিঠি পাঠিয়ে পঞ্চায়েত বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু নির্দেশ দেওয়া হয়েছে । ওই নির্দেশিকায় বলা হয়েছে পঞ্চায়েতগুলির বোর্ড গঠনের প্রক্রিয়া চলবে ১৬ থেকে ২৯ অগাস্ট। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের প্রক্রিয়া ৩১ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর জেলা পরিষদের বোর্ড গঠনের প্রক্রিয়া ১০ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।

Advertisement

উল্লেখ্য,পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হয় ১৪ মে। আর ফলঘোষণা হয় ১৭ মে। পঞ্চায়েত নির্বাচনে মোট ৪৮,৬৫০টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৬,৮১৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। প্রায় ৩৪% আসনে  আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। বিনা প্রতিদ্বন্দ্বিতায়  জয়ী প্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্ট এখনও কোনও নির্দেশ দেয়নি। ১২ অগাস্ট সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে।

 

সুপ্রিম কোর্টে মামলার রায় না বেরোনোয় রাজ্য সরকারও এতদিন বোর্ড গঠন নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি। এবার আইনি জটিলতা নেই, এমন পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। ৮ জেলা পরিষদের বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গেছে। ওই আটটি জেলা পরিষদ হল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হাওড়া।

 

 


শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + 11 =