দেশ 

স্বাধীনতা দিবস উপলক্ষে মাদ্রাসাগুলিতে তিরঙ্গা র‌্যালি করতে হবে নির্দেশ বিজেপি শাসিত রাজ্য সরকারের , পালনের ছবি ও ভিডিও পাঠাতে হবে প্রশাসনিক দপ্তরে

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আবার মুসলমান সমাজের কাছে দেশপ্রেমের পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার । বিজেপি শাসিত এই রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানের ছবি ও ভিডিও রাজ্যের মাদ্রাসা বোর্ডে পাঠাতে হবে। এই বিষয়ে গত ৭ আগস্ট একটি নির্দেশিকা জারি করেছে, মধ্যপ্রদেশ সরকারের প্রশাসনিক দপ্তর।

‘পায়গাম-এ-মহব্বত’ নাম দিয়ে স্বাধীনতা দিবসে তিরঙ্গা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে মাদ্রাসাগুলিকে। তবে ব্যাপারটা নিয়ে যাতে বিতর্ক এড়ানো যায়, তার জন্য একটি প্রতিযোগিতার মোড়ক দেওয়া হয়েছে এই নির্দেশে, বলা হয়েছে, ‘তিরঙ্গা র‍্যালি’-র আয়োজন করে মাদ্রাসা দপ্তরে তার ছবি এবং ভিডিও পাঠাতে হবে। মাদ্রাসা বোর্ডের তরফ থেকে নির্বাচিত সেরা র‍্যালিকে পুরস্কৃত করা হবে। তবে এর পেছনে যে অন্য উদ্দেশ্য রয়েছে সেটা সহজেই অনুমেয়। অন্যদিকে স্কুলগুলিকে বলা হয়েছে শুধু মাত্র স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করার কথা। ছবি বা ভিডিও পাঠানো বাধ্যতামূলক নয়।

Advertisement

গত বছরও এরকম নির্দেশ দেওয়া হয়েছিল মাদ্রাসাগুলিতে। এথেকে স্পষ্ট যে,মাদ্রাসাগুলিতে যেহেতু ইসলাম ধর্ম বিষয়কে গুরুত্ব দিয়ে পড়ানো হয় । আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে মুসলমানরা যুক্ত আছে,তাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রতি সন্দেহ থেকেই এই নির্দেশ বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। বিজেপির কেন্দ্রীয় সরকারও এই ধরনের নির্দেশিকা গত বছর জারি করেছিল।

 


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

14 + eleven =