দেশ 

নেহেরু সর্ম্পকে বিরুপ মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন দলাই লামা

শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সর্ম্পকে বিরুপ মন্তব্যের জন্য এবার ক্ষমা চাইলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা৷ আজ তিনি বলেন, ‘‘আমার মন্তব্য বিতর্ক তৈরি করেছে ৷ যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি৷’’ কয়েকদিন আগে গোয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে বক্তব্য রাখতে গিয়ে এক ছাত্রের প্রশ্নের উত্তরে ৮৩ বছর বয়সী ধর্মগুরু বলেছিলেন, “গণতান্ত্রিক ব্যবস্থাই ভাল। কয়েকজন মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাকা খুবই ভয়ঙ্কর।” এই প্রসঙ্গেই উদাহরণ টেনে তিনি বলেন, “ভারতের কথাই ভাবুন। মহাত্মা গান্ধী ভীষণভাবে চেয়েছিলেন জিন্নাকে প্রধানমন্ত্রী করা হোক। কিন্তু পণ্ডিত নেহরু তা মেনে নেননি।

আমার মনে হয় এটা ছিল নেহরুর আত্মকেন্দ্রিক মনোভাবের পরিচয়। মহাত্মা গান্ধীর ইচ্ছা বাস্তবায়িত হলে ভারত-পাকিস্তান এক হয়ে থাকত।”তিনি উল্লেখ করে বলেছিলেন, “পণ্ডিত নেহরু খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। কিন্তু ভুল তো হয়েই যায়।”

Advertisement

এই মন্তব্য ঘিরে ভারত সরকার উস্মা প্রকাশ করে। সেই সঙ্গে দলাই লামার অনুষ্ঠান থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। বলা হয়, চিনের সঙ্গে সম্পর্ক খুবই কঠিন। দলাই লামার অনুষ্ঠান থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় নেতাদের। কারণ হিসাবে চিনের সঙ্গে সম্পর্ক খুবই স্পর্শকাতর বলে উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুন
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty + 10 =