দেশ 

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দিতে নারাজ মোদী সরকার,সুপ্রিম কোর্টে হলফনামা পেশ

শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকীরদের মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল কেন্দ্রীয় সরকার। ২০১৬ সালে তামিলনাড়ু সরকার রাজীব হত্যায় সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্ত নেয়। কারণ, দীর্ঘ ২৭ বছর ধরে তারা জেলবন্দী। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। শীর্ষ আদালত এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে মতামত জানাতে বলে।

আজ কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতকে বলে প্রাক্তন  প্রধানমন্ত্রীর হত্যাকারীদের মুক্তি একটি অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত হবে। এবিষয়ে বিভিন্ন ফোরামের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বন্দীদের মুক্তি প্রাপ্য নয়।হলফনামায় সরকার জানিয়েছে, রাষ্ট্রপতি  রাজীর গান্ধীর হত্যাকারী হিসেবে বন্দী সাত অপরাধীর মুক্তির আবেদন খারিজ করেছেন।

Advertisement

আজ সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার। অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দ ও আইনজীবী রাজেশ রঞ্জন কেন্দ্রীয় সরকারের তরফে শীর্ষ আদালতে বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চে হলফনামা জমা দেন।


শেয়ার করুন
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × 2 =