কলকাতা 

আই এস এফের দাবি মেনে ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ভাঙ্গড় থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিক্ষোভের কাছে পিছু হটলো নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দাবি মেনে শুক্রবার রাতে অর্থাৎ ভোটের আগের রাতে সরিয়ে দেওয়া হল ভাঙড় থানার আইসি শ্যামাপ্রসাদ সাহাকে। গতকাল গভীর রাতে বিজ্ঞপ্তি দিয়ে শ্যামাপ্রসাদ সাহাকে সরানোর কথা জানিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁকে বদলি করা হয়েছে ভবানী ভবনের পুলিশ ডিরেক্টরেটে। তাঁর পরিবর্তে ভাঙড় থানার নতুন আইসি হয়েছেন এসটিএফের ইনস্পেক্টর তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়।

ভাঙড়ের  আইসিকে সরানোর দাবিতে গতকাল সকাল থেকেই নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করে রাখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সর্মথকরা। তাদের দাবিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বলে দাবি করেছে আইএসএফ নেতৃত্ব।

Advertisement

ভাঙড়ে এবার প্রার্থী হয়েছেন আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে আব্বাসের ভাই নওসাদ সিদ্দিকী। অন্যদিকে শাসক শিবির জমি ছাড়তে নারাজ। যার জেরে গত কয়েকদিন ধরেই ভাঙড়ে রাজনৈতিক উত্তাপ চরমে। ভোটের দিন সকালেও রাঙামাটি এলাকায় তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে আইএসএফের  বিরুদ্ধে। যা নিয়ে উত্তেজনা চলছে। যদিও আইএসএফের দাবি, তৃণমূল নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করেছে। তবে, নির্বাচন কমিশন সতর্ক। কোনওরকম অশান্তি এড়াতে এদিন সকাল থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

সার্বিক ভাবে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই বাড়তি নজর রেখেছে কমিশন। ভাঙড়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার শহুরে আসনগুলিতে ভোট আজ। সোনারপুরের দুই আসন, কসবা, যাদবপুর, টালিগঞ্জ, বেহালার দুই আসন, মেটিয়াবুরুজ, বজবজ, মহেশতলায় চলছে ভোটগ্রহণ। এই নির্বাচনগুলিতে কোনওরকম উত্তেজনা যাতে না হয়, তা নিশ্চিত করতে প্রায় ১৯০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + 3 =