জেলা 

বিজেপির বিরোধিতা করছি বলে আমাকে খুন করা হতে পারে আশঙ্কা প্রকাশ করলেন মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: বিজেপির বিরোধিতা করার জন্য তাকে খুন করা হতে পারে বলে আজ শুক্রবার বর্ধমানের মেমারির  এক নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন,”স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন”।

শুক্রবার জামালপুরের পর বর্ধমানের মেমারিতে  সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে অমিত শাহকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। অভিযোগ করেন কিছু পুলিশকে কিনে নিয়েছে বিজেপি। বলেন, “হোম মিনিস্টার দেশের কাজ না করে কোথায় কীভাবে কার উপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। সেসব চক্রান্ত করে বেড়াচ্ছেন। কিন্তু? আমি মোদিকে  বলব, স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, ওকে কন্ট্রোল করুন।” প্রশ্ন তোলেন, অমিত শাহ কোথা থেকে এত টাকা পাচ্ছেন? কেন এভাবে টাকা দিয়ে সকলকে কিনে নেওয়ার চেষ্টা করছেন? বিজেপিকে তোলাবাজ বলে কটাক্ষও করেন তিনি। এরপর বলেন, এভাবে চিরদিন চলবে না।

Advertisement

মমতার কথায়,”আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে। কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, বলবই। বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব।”

ভোটচলাকালীন অর্থাৎ ভোটগ্রহণের দিন নরেন্দ্র মোদি রাজ্যে এসেছেন। নির্বাচনী সভাও করেছেন। ফলে মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছিলেন মমতা। পরবর্তীতে ভোটের দিন সভা করতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকেও। এবিষয়েও এদিন প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন মমতা। তাঁর কথায়, “মোদি করছেন, তাই আমিও করছি। নাহলে করতাম না।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − four =