কলকাতা 

ব্যাঙ্ক প্রতারনার অভিযোগে কলকাতার অভিজাত আবাসনে সিবিআই হানা

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে খোদ কলকাতা শহরের এক অভিজাত আবাসনে সাত সকালে সিবিআই হানা দেয়। এই ঘটনায় ওই আবাসনে বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় । জানা গেছে প্রিন্স আনোয়ার শাহ রোডের মার্লিন নামে আবাসনে বাস করেন পোশাক তৈরি সংস্থার কর্ণধার হীরেন পাঞ্চাল ও অঞ্জু পাঞ্চাল নামে এক দম্পত্তি ।

অভিযোগ এরা ষ্টেট ব্যাঙ্কের সমৃদ্ধি শাখা থেকে জাল কাগজ পত্র দিয়ে ১৫ কোটি টাকা ঋণ নেয়। সেই টাকা সময় মত পরিশোধ করেনি ওই দম্পত্তি। তাই ওই শাখার জেনারেল ম্যানেজার চন্দ্রেশ জুলকা এই দম্পত্তি বিরুদ্ধে সিজিওি কমপ্লেক্সে প্রতারনার অভিযোগ করে সিবিআইয়ের কাছে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই আজ সাত সকালে সিবিআই হানা দেয় ওই অভিজাত আবাসনে।

Advertisement

এই আবাসনের ৬বি ফ্লাটে তল্লাশী চালায় সিবিআই এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে।

 


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + seventeen =