জেলা 

“যাঁরা এক লাইনও বাংলা পড়তে পারেন না, তাঁরা নাকি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন!” : অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ধাপে ধাপে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা কে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি আজ কেশপুরের সভা থেকে গেরুয়া শিবিরকে টার্গেট করেন।তিনি বলেন, “মানুষ বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছেন। পাছে কিডন্যাপ করে নিয়ে যায় বিজেপি। তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে ধরে বেঁধে প্রার্থী না করে দেয়।”

এদিনের সভা থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন অভিষেক। তাঁর কথায়, “বিজেপি তো প্রার্থী হওয়ার লোকই পাচ্ছে না। হাপিত্যেশ করে বসে থাকছে। কবে কেউ তৃণমূল থেকে বেরবে, তাঁকে জোর করে প্রার্থী করে দেবে। ইস্তাহারেও তো তৃণমূলকে টুকে দিয়েছে। সভাও ভরাতে পারে না ওরা।” তুলে আনেন গোসাবায় শাহের সভায় খেলা হবে গান বাজার প্রসঙ্গও। বললেন, “ইস্তাহার টুকেও শান্তি হয়নি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও ‘খেলা হবে’. কন্যাশ্রী গান বাজল। কী অবস্থা ভেবে দেখুন!”

Advertisement

ইস্তাহার নিয়ে এদিনের সভা থেকেও বিজেপিকে কার্যত তুলোধোনা করলেন অভিষেক। তাঁর কটাক্ষ, “মমতার ইস্তাহার হাই কোয়ালিটির ভিডিও। যা চোখে দেখা যায়। আর বিজেপির ইস্তাহার তো অডিও। শুধু শোনা যায়। এবার মানুষ সিদ্ধান্ত নিক তাঁরা এইচডি ভিডিও নাকি অডিও চান?” তৃণমূল নেতার আরও কটাক্ষ, “বাংলায় ইস্তাহার প্রকাশ করারও লোক পাচ্ছে না বিজেপি। তাই দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে লোক আনতে হচ্ছে বিজেপিকে। যাঁরা এক লাইনও বাংলা পড়তে পারেন না। তাঁরা নাকি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন!”

রাজ্যে তৃণমূল আড়াই শো-র বেশি আসন পাবে বলে আত্মবিশ্বাসী তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভাস্থলের ভিড় দেখে তিনি বলেন, “এই ভিড় বলে দিচ্ছে তৃণমূল আড়াই শো পার। আর বিজেপি ২০০ মে হার।” উপস্থিত জনতার উদ্দেশে অভিষেকের বার্তা, “বড় ফুলের থেকে টাকা নিন, কিন্তু ভোট দিন ছোট ফুলে।” বিজেপিকে তাঁর কটাক্ষ, “কেশপুরই হবে বিজেপির শেষপুর।”

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 16 =