প্রচ্ছদ 

শালুক পাড়া মাদ্রাসা আশরাফুল উলুম ছাত্রদের ইংরেজিতে বক্তব্য শুনে অভিভূত এলাকাবাসী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আজিজুল হক , সেখ আব্দুল আজীম ও মনু মোল্লা : আধুনিক শিক্ষায় খারিজি অর্থাৎ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এর ছাত্ররা প্রতিভা বলে স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠছে। আরবি, উর্দু, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে বলিষ্ঠ হয়ে উঠছে হাওড়া জেলার শ্যামপুর থানার শালুক পাড়া মাদ্রাসা আশরাফুল উলুম।

উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওলামা ছাত্রগণ বিভিন্ন ভাষার মধ্যে দিয়ে ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা অর্জন করছে নীরবে। সেই সঙ্গে আরবির পাশাপাশি ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর দিয়েছেন বিশেষ জোর। মারকাজুল মারিফ এর তিন বছর ইংরেজি কোর্স এর মধ্য দিয়ে ইংরেজিতে অধ্যায়ন, ইংরেজিতে কথা বলা, সারাদেশ রাজ্য ও জেলা স্তরে ইংরেজিতে নানান বিষয় এর উপর প্রবন্ধ ও বক্ত্রিতা প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে বিশেষ স্থানার্জন। হাত পাকানোর জন্য মাদ্রাসার দেয়াল পত্রিকার ধারাবাহিক ইংরেজিতে লেখালেখি । সেই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা ও জার্নালে প্রায় সময় লিখে প্রতিভার বিচ্ছুরণ ঘটছে উক্ত মাদ্রাসার প্রতিভাধর ছাত্রদলের।

Advertisement

গত ২০ মার্চ উক্ত মাদ্রাসা প্রাঙ্গণে এক বিরাট দস্তারবন্দী জলসা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার কোরআনে হাফেজ ও বোখারী শরীফ উত্তীর্ণ ৮৫ জন কৃতি ছাত্রদেরকে পাগড়ী প্রদান এর মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

সেইসঙ্গে সর্বভারতীয় স্তরের ইংরেজিতে বিষয়ভিত্তিক বক্তব্য প্রতিযোগিতা হয়। বিভিন্ন জায়গার প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। সর্বভারতীয় স্তরের উক্ত প্রতিযোগিতায় আশরাফুল উলুম মাদ্রাসার কয়েকজন প্রতিযোগী প্রতিভার স্বাক্ষর রাখেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × five =