জেলা 

কৃষ্ণনগর  সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এক ছাত্রকে শারীরিক অত্যাচার করার অভিযোগে ধৃত ৪

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : নদিয়ার কৃষ্ণনগরে  সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এক ছাত্রকে শারীরিক অত্যাচার করবার অভিযোগে মূল অভিযুক্ত অর্পণ বিশ্বাস সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সৌভিক কুন্ডূ নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষের ছাত্রটির উপরে গত কয়েকদিন থেকেই উঁচু ক্লাসের ছাত্ররা নানা হবে  অত্যাচার চালাচ্ছিল বলে অভিযোগ। উঁচু ক্লাসের ছাত্রদের কথামতো চলবার জন্য ওপর চাপ দেওয়া হচ্ছিল । গতকাল সৌভিক  কলেজের প্রিন্সিপালের কাছে অভিযোগ জানায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজের anti ragging bodyগতকালই বৈঠকে বসে এবং ওই ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বিকেল চারটে নাগাদ সৌভিক কুন্ডূ কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় গেলে তাকে আটকে যথেচ্ছ ভাবে কিল চড় ঘুষি মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। সৌভিকের আক্রান্ত হবার খবর পেয়ে কলেজের কিছু শিক্ষক ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে কলেজ থেকে থানায় অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে ।সৌভিককে শক্তিনগর জেলা হাসপাতাল ভর্তি করা হয় । এই ঘটনায় মোট ৫ জনের নামে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  মূল অভিযুক্ত চারজনকেই গত রাতেই পুলিশ গ্রেফতার করেছে। সৌভিকের বাড়ি নবদ্বীপে বলে পুলিশ সূত্রে জানা গেছে

Advertisement

শেয়ার করুন
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − 1 =