গ্রেফতার হলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী এম ভি রাজু
নিজস্ব প্রতিনিধি : গ্রেফতার হলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী। একাধিক অভিযোগের ভিত্তিতে ভারতী ঘোষের স্বামী এম ভি রাজুকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপরেই তাঁকে গ্রেফতার করে সিআইডি।
প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে নোট বাতিলের পর কয়েকজন ব্যবসায়ীর উপর জুলুম করে তাঁদের প্রায় ৭০ কোটি টাকার পুরনো নোট ধরিয়ে দেন পশ্চিম মেদিনীপুরের কয়েকজন পুলিস অফিসার ও কর্মী। ওই ঘটনায় ভারতী ঘোষের স্বামী এম ভি রাজুও জড়িত বলে জানা যায়। ওই মামলায় জেলার কয়েকজন পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিটে তোলাবাজি, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনেছে সিআইডি। তাছাড়া, দুর্নীতি দমন আইনেও অভিযোগ আনা হয়েছে।এরপরেই কলকাতা হাইকোর্টে ওই মামলায় আগাম জামিনের আবেদন জানান ভারতী ঘোষের স্বামী। আজ সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
