বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : “স্বপ্ন যখন সমাধিস্থ”/জয়ন্তী দেব সিকদার 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

“স্বপ্ন যখন সমাধিস্থ”

জয়ন্তী দেব সিকদার

স্বপ্নের কাজল পরাতো যে হাত

Advertisement

সে হাত আজ হারিয়ে গিয়েছে

তারাদের দেশে।

সতৃষ্ণ নয়নে চেয়ে আছে যেন

পৃথিবীর দিকে

তাই স্বপ্নগুলোকে সযত্নে রেখেছি

সমাধিস্থ করে তাজমহলের অন্দরে।

যেখানে আজও শায়িত মমতাজ মহল

কফিন বন্দী হোয়ে।

লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর

বুকে এসেছি বার বার

স্বপ্নদের সাথে নিয়ে হোয়েছি ফসিল

লক্ষ কোটি বার।

কখনো মাটির নীচে কখনো পাথরের ভাঁজে কখনো ভেসে গেছি নদীর চোরা স্রোতের টানে

কতদিন ধরে চলেছে এ খেলা

হিসাব রাখিনি তার।

হয়তো সে হবে জন্ম থেকে জন্মান্তর।।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × four =