আন্তর্জাতিক 

আত্ম-বলিদান ছাড়া পাকিস্থানের অবস্থার পরিবর্তন করা যাবে না,সংসদীয় কমিটির বৈঠকে বললেন পাকিস্থানের ভাবী প্রধানমন্ত্রী,

শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : আগামী ৫ বছরের মধ্যে যদি পাকিস্থানের সার্বিক অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে সবাইকে আত্মবলিদানের জন্য তৈরি থাকতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন পাকিস্থান ইনসাফ পার্টির সভাপতি এবং ভাবী প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি মঙ্গলবার পোশেয়ারে দলের সংসদীয় কমিটির সভায় বক্তব্য রাখছিলেন।

তিনি আরও বলেন, ৫০ শতাংশের বেশি পাকিস্থানী নাগরিক দারিদ্রসীমার নীচে বাস করে। আমরা যদি পাকিস্থানকে কল্যানকামী রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে জনগনের সেবা করার জন্যই ক্ষমতায় এসেছি এটা ভেবে কাজ করতে হবে । নিজের স্বার্থে কাজ করলে উদ্দেশ্য সফল হবে না। তিনি আরও বলেন, আমাদেরকে খরচ কমাতে হবে।

Advertisement

প্রেসিডেন্ট,প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী-আমলাদের খরচ কমাতে হবে। এনিয়ে একটি কমিটি তৈরি করা হবে।এদিন পাকিস্থানের সফল ক্রিকেট অধিনায়ক বলেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী সভার সব সদস্যরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। মন্ত্রীদের কাজের জন্য নির্দিষ্ট সময়-সীমা ও টার্গেট বেধে দেওয়া হবে তা সবাইকে সেই সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।তবেই দেশের প্রকৃত উন্নযন সম্ভব হবে বলে ইমরান খান এই সভায় বলেন


শেয়ার করুন
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + twenty =