জেলা 

মিছিল করে হলদিয়া এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ঘড়ির কাঁটায় বেলা ঠিক ১টা ৪৮ মিনিট হলদিয়ার এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

একুশের ভোটে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম। কারণ এই আসনই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। গতকালই নন্দীগ্রামে কর্মিসভা ছিল মুখ্যমন্ত্রীর। এদিন একাধিক মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। রেয়াপাড়া শিবমন্দিরেও পুজো দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তারপর  মঞ্জুশ্রী মোড় থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে এক কিলোমিটার পদযাত্রা করে মনোনয়ন জমা দিতে পৌঁছান এসডিও অফিসে। নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী।  মহকুমা শাসকের অফিসের বাইরে তখন রীতিমতো জনতার ঢল। উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। শোনা যায় ‘খেলা হবে’ স্লোগানও।

Advertisement

মনোনয়নপত্র পেশের পর মমতা বলেন, “আমার মনোনয়নের চারজন প্রপোজার আছেন। মহাদেব, স্বদেশ দাস, সুষমা ও আব্দুর সামাদ। সুফিয়ান হয়েছেন চিফ ইলেকশন এজেন্ট। নন্দীগ্রাম আরও কিছু ছোটখাটো কর্মসূচি রয়েছে। আগামিকাল কলকাতা ফিরে যাব।” এরপরই জুড়ে দেন, “নন্দীগ্রাম আমার কাছে নতুন জায়গা নয়। প্রতিবার আমার নন্দীগ্রাম আন্দোলনের পাশে ছিলাম। তাই সিঙ্গুর কিংবা নন্দীগ্রাম থেকে একবার লড়তে চেয়েছিলাম। নন্দীগ্রামে এসে তাই জিজ্ঞেস করেছিলাম, এখান থেকে লড়ব? আর সম্পূর্ণ সমর্থন পেয়েছিলাম। আশা করি, সবাই আমাকে ভোট দেবে।”

এদিন বিকেলে যাবেন পশ্চিম মেদিনীপুরের রানিচকে। আবার বৃহস্পতিবারই প্রকাশিত হবে তৃণমূলের ইস্তেহার। সুতরাং আগামিকাল কলকাতাতেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × three =