দেশ 

চলতি বাদল অধিবেশনকে,সংসদীয় ইতিহাসে সামাজিক ন্যায়ের অধিবেশন হিসেবে চিহ্নিত করলেন নরেন্দ্র মোদী,১৫-৩০ আগষ্ট দেশজুড়ে সামাজিক ন্যায় পক্ষ পালিত হবে

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : লোকসভা নির্বাচনের মুখে সংসদে অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক সংস্থার পরিণত করার বিল লোকসভা ও রাজ্যসভায় অনুমোদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র সংসদের চলতি বাদল অধিবেশনকে,সংসদীয় ইতিহাসে সামাজিক ন্যায়ের অধিবেশন হিসেবে চিহ্নিত করেছেন। বিজেপিকে দলিত ও পিছিয়ে সমাজের বিরোধী রাজনৈতিক দল হিসেবে তুলে ধরার যে প্রচেষ্টা বিরোধীরা করে চলেছে ,এই বিল পাশ হওয়ার পর বিজেপি পালে হাওয়া লাগার সম্ভাবনা আছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। তাই আজ বিজেপি দলের সংসদীয় কমিটির বৈঠকে এই বিল পাশ হওয়ায় সরকার ও প্রধানমন্ত্রী অভিনন্দন জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের চলতি বাদল অধিবেশন, সংসদীয় ইতিহাসে সামাজিক ন্যায়ের অধিবেশন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আজ সকালে বিজেপি-র সংসদীয় দলের বৈঠকে শ্রী মোদী বলেন, অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিতে এবং তফসিলি জাতি-উপজাতি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাশ হয়েছে।

Advertisement

আগামী ১৫ থেকে ৩০শে অগস্ট, দেশজুড়ে সামাজিক ন্যায় পক্ষ পালন করা হবে। দরিদ্র এবং প্রান্তিক মানুষের কল্যাণে এনডিএ সরকারের  কর্মকান্ড, জনসাধারণের কাছে তুলে ধরতে বিশেষ যাত্রা আয়োজিত হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার সাংবাদিকদের জানান, আগামী বছর পয়লা অগস্ট থেকে নয়ই অগস্ট সামাজিক ন্যায় সপ্তাহ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐ দুটি বিল পাশ হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়ে বিজেপির সংসদীয় দলের বৈঠকে আজ একটি প্রস্তাব গৃহীত হয়।


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four × 1 =