জেলা 

লাগাতার বর্ষণে স্রোতে ভেসে গেল পাকা বাড়ি,মৃত একজন ,বাকুঁড়ার দুটি ব্লক বন্যা কবলিত, নবান্ন থেকে জেলা প্রশাসনকে নির্দেশ দূর্গতদের পাশে দাঁড়াতে, ত্রাণ না পাওয়ার অভিযোগ দূর্গতদের

শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শুভা গাঙ্গুলি : লাগাতার বর্ষণে বাঁকুড়া জেলার বহু অংশ বন্যা কবলিত হয়ে পড়ায় রাজ্য প্রশাসন উদ্বিগ্ন। সব রকম পরিস্থিতি মোকাবিলায় নবান্ন থেকে জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাঁকুড়া দুই নম্বর ব্লকে খোলা হয়েছে দুটি ত্রাণ শিবির। আজ বিকেল পর্যন্ত সেখানে ৬০০-র বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর, তাদের জন্য যথেষ্ট পরিমাণে খাবার, পানীয় জল, এবং ওষুধ মজুত রাখার নির্দেশ দিয়েছে। সেখানে ক্যুইক রেসপন্স টিমের দুটি দল এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। তৈরী রাখা হয়েছে স্পিড বোট। আরও কয়েকটি ত্রাণ শিবির খোলা হবে।

জেলা শহরের সতীঘাট, জুনবেদিয়া প্রভৃতি এলাকা জলমগ্ন। জুনবেদিয়ায় মানুষ দোতলায় আশ্রয় নিতে বাধ্য হন। আজ দুপুরে জলের তোড়ে দুটি পাকা বাড়ি ভেঙ্গে ভেসে যায়। দুই বাসিন্দাকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। মেজিয়া ব্লকে তেরোটি গ্রাম জলমগ্ন। এলাকার জুজঘাটি, নাটশালা, লবসন, বেলবরিয়া, কুস্তোড়-সহ বহু এলাকা জলমগ্ন। বহু গবাদি পশু জলে ভেসে গেছে। বহু মাটির বাড়ী জলের তলায়। প্রত্যেকটি সেতু ও কালভার্টের ওপর দিয়ে জল বইছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। এলাকাবাসীরা জানাচ্ছেন, গতকাল রাত নটা থেকে প্রবল বর্ষণে এলাকায় জল ঢুকতে শুরু করে। প্রশাসন থেকে খবরাখবর নেওয়া হয়নি বলেও বাসিন্দাদের অভিযোগ।

Advertisement

এদিকে, নবান্ন সূত্রে খবর, গতরাত থেকে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া দুই নম্বর, মেজিয়া এবং গঙ্গাজলঘাটি ব্লক প্লাবিত। আড়াই হাজার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। ৫২ টি বাড়ি ভেঙেছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আরও ৬৬৩ টি। মেজিয়া ব্লকে জলের তোড়ে ভেসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বেশ কিছু মানুষ দেওয়াল চাপা পড়ে আহত হয়েছেন । বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলা প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে বলা হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলিতে ১ লক্ষ বিশুদ্ধ পানীয় জলের পাউচ পাঠাতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে।

 

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × 3 =