জেলা 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উন্নয়নের ক্ষেত্রে কোনো ধর্ম বা দল দেখেন না : ইদ্রিস আলী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ উনিশে ফেব্রুয়ারি শুক্রবার রঘুদেবপুর অঞ্চলের ঘোষাল চকে ১৬ নম্বর সংসদ, রঘুদেবপুর পূর্বপাড়া ৭ নম্বর, সংসদ এবং ঈদগাহতলা ১৪ নম্বর ,সংসদ সহ কয়েকটি জায়গায় (বিজেপি সিপিএম এবং তৃণমূল কংগ্রেস অধূষি’ত জায়গায়) মোট আটটি হাই মাস লাইট বিধায়ক তহবিলের টাকায় হাওড়া জেলার উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে রঘুদেবপুর অন্চলে উদ্বোধন/শিল্যানাস করা হলো।

এর মধ্যে দুটি বাতিস্তম্ভ ইতিমধ্যেই জ্বলছে। বিভিন্ন জায়গায় বিধায়ক ইদ্রিস আলী ছাড়াও বক্তব্য রাখেন ,রঘুদেবপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সুযোগ্য সভাপতি পল্লব গাঙ্গুলী ,রঘুদেবপুর অঞ্চলের উপপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জুবের আলম, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক সঞ্জয় মাইতি, তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুহাস দেব প্রমূখ।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী তাঁর ভাষণে বলেন, সামনে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষরা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের টার্গেট ২০২৪ বা তার আগেই বিজেপি সরকারকে কেন্দ্র থেকে উৎখাত করে দেওয়া। মমতা ব্যানার্জি কোনদিন উন্নয়নের ব্যাপারে ধর্ম বা দল দেখেন না। তাঁর পথ কে অনুসরণ করে, উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা উন্নয়ন করে চলেছেন। তাই সামনে বিধানসভা কেন্দ্রের নির্বাচনে উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস জয়ী হবে ।

শ্রী পল্লব গাঙ্গুলী তাঁর ভাষণে বলেন, হিন্দু মুসলিমদের আশীর্বাদে রঘুদেবপুর অন্চলে পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে ।

উপপ্রধান জুবের আলম বলেন,আমরা যা উন্নয়ন করেছি তাতে বিরোধীরা মন খুলে আমাদের ভোট দেবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − 3 =