দেশ 

চন্দ্রশেখর রাওয়ের টিআরএস কোন দিকে যাবে,তা নিয়ে জোর চর্চা দিল্লি রাজনীতিতে

শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিলেন আঞ্চলিক দলগুলিকে নিয়ে আলাদা করে একটা ফ্রন্ট গঠন করা যেতে পারে সেই টিআরএস নেতা চন্দ্রশেখর রাও এবার বিজেপি জোটের দিকে ঝুঁকছেন বলে খবর পাওয়া গেছে। বিশেষ সূত্রে জানা গেছে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি নেতা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও বা কেসিআর ৷বিগত দুমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মোদীর সঙ্গে সাক্ষাৎ হল তাঁর ৷ এই বৈঠকের পর চন্দ্রশেখর রাও নিজের দলের অবস্থান জানান ৷ তিনি বলেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তাঁর দল অর্থাৎ টিআরএস এনডিএকে সমর্থন করবে ৷ নির্বাচনে যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক দিয়ে তাকে সরকার গড়তে সাহায্য করবে টিআরএস ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এনডিএ সঙ্গ ত্যাগ করার পরে, টিআরএসের এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ এখানে লক্ষ্যণীয়, বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সময়, বিরোধীদের সঙ্গে ছিল না টিআরএস৷ তারা ভোট দান থেকে বিরত ছিল ৷ লোকসভায় অনাস্থা প্রস্তাবের ভোটাভুটির সময়ে স্পষ্ট হয়েছে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বিজেপি বা এনডিএ-র গোপন সমঝোতা হয়েছে।

শনিবারের বৈঠক সর্ম্পকেও টিআরএস অবশ্য বলছে, রাজ্যের উন্নয়নের স্বার্থে এই বৈঠক হয়েছে। তারা এই বৈঠকে বেশ কয়েকটি দাবিও পেশ করেছে১, যার মধ্যে রয়েছে এসসি এসটিদের জন্য বিশেষ সংরক্ষণ বিল নিয়ে আসা৷ তবে ভোটের আগে কোন জোট হবে না বলে টিআরএস বিজেপিকে জানিয়ে দিয়েছে। এর আগে জুন মাসে যখন চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন তখন প্রধানমন্ত্রী তেলেঙ্গানার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই সময়েই টিআরএসের পক্ষ থেকে এনডিএ জোটকে সমর্থনের ইঙ্গিত দেওয়া হয়েছিল।

Advertisement

তবে দিল্লির রাজনৈতিক মহলের খবর টিআরএস নেতা চন্দ্রশেখর রাও বিরোধী জোট ও এনডিএ জোট দুদিকেই সর্ম্পক রেখে চলতে চাইছেন। যদি কোন কারণে বিজেপি জোট করে ক্ষমতায় এসে যায় সেক্ষেত্রে টিআরএস তার সমর্থন দিয়ে মোদী পাশে দাঁড়িয়ে যাবে। আর এর উল্টোটা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বিজেপি বিরোধী জোটেও সামিল হয়ে যাবে।

 

 


শেয়ার করুন
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × two =