জেলা 

চলে গেলেন দরদী সাহিত্যিক আফসার আহমেদ

শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বাংলার মাটির কাছাকাছি মানুষের কথা যার লেখনীতে প্রকাশিত হয়েছে সেই দরদী সাহিত্যিক আফসার আহমেদ আজ আর আমাদের মধ্যে নেই। শনিবার বিকেল ৫ টায় এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে বাংলা একজন দরদী মানুষকে হারাল। পিছিয়ে পড়া মুসলিমদের কথা এপার বাংলার কথা সহিত্যিকদের লেখনীতে সেভাবে প্রকাশিত হয়নি। স্বাধীনোত্তর বাংলায় সৈয়দ মুস্তাফা সিরাজের পর আফসার আহমেদ,সোহরাব হোসেনরা বাঙালি মুসলমান সমাজের কথাকে সুনিপুণভাবে তাদের সাহিত্যে-লেখনীতে তুলে ধরেছেন। কয়েক মাসে আগেই অকালে চলে গেলেন বিশিষ্ট কথা সাহিত্যিক সোহরাব হোসেন । আর এবার চলে গেলেন আফসার আহমেদ । আক্ষরিক অর্থে বাংলা সাহিত্যিক একজন মহান সাহিত্যিককে হারালো।২৭টি উপন্যাস ও ১৪টি অন্যান্য বইয়ের রচয়িতা আফসার আহমেদ। শিশুদের জন্যও  লিখেছেন। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন কথা পুরস্কার, শরৎ সাহিত্য পুরস্কার। সেই নিখোঁজ মানুষটা – উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। লেখকের ধান জ্যোৎস্না উপন্যাস নিয়ে সিনেমা বানিয়েছেন মৃণাল সেন। নাম আমার ভুবন। বাংলার মাটি ও মানুষের সম্পর্কের কথা বারেবারে উঠে এসেছে তাঁর লেখনীতে।

আফসার আহমেদের জন্ম হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রামে। তবে তিনি বাস করতেন বাগনান ষ্টেশন সংলগ্ন এলাকায় । গত বছর তিনি সাহিত্যিক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি লেখালেখির পাশাপাশি বাংলা অ্যাকাডেমিতে কাজও করতেন। জানা গেছে আফসার সাহেব বেশ কয়েক বছর ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সাহিত্যিক ‍ও বুদ্ধিজীবী মহলে শোকের ছায়া দেখা দিয়েছে।

Advertisement

 


শেয়ার করুন
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two − one =