জেলা 

দেশের প্রতিটি নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে, চুচুঁড়ায় পাসপোর্ট সেবাকেন্দ্র উদ্বোধন করে বললেন বিদেশ প্রতিমন্ত্রী এম.জে আকবর

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দেশের মানুষের কাছে দ্রূত পাসপোর্ট পরিষেবা পৌছে দেওয়ার লক্ষে কেন্দ্রীয় সরকার এখন জেলায় জেলায় পাসপোর্ট সেবাকেন্দ্র গড়ে তুলতে চাইছে। সেই লক্ষেই গতকাল শনিবার হুগলীর চুঁচুড়া ডাক ঘরে দেশের দুশো ষোলতম এবং রাজ্যের মধ্যে অষ্টম পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর এর উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, প্রত্যেক মানুষেরই পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এখন সারা দেশে পাসপোর্ট বিপ্লব শুরু হয়েছে।

অনুষ্ঠানে রিজিওনাল পাসপোর্ট আধিকারিক উজ্জ্বল বিশ্বাস বলেন, ভারতীয় ডাক বিভাগকে এই উদ্যোগে সামিল করে পাসপোর্ট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চলতি বছরেই ডায়মন্ডহারবার, রায়চক, দার্জিলিং, বালুরঘাট, খড়্গপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের পাসপোর্ট সেবা কেন্দ্র খোলা হবে। এর ফলে যাতে মানুষ সহজেই খুব কম সময়ে পাসপোর্ট পেতে পারেন।

Advertisement

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ আঞ্চলিক পাসপোর্ট আধিকারিক আমির খান, দক্ষিনবঙ্গের পোস্ট মাস্টার জেনারেল, সঞ্জিব রঞ্জন প্রমুখ।


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine + 20 =