কলকাতা 

এটিএম জালিয়াতি কান্ডে দিল্লিতে দুজন বিদেশীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : এটিএম জালিয়াতি কাণ্ডে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আজ দিল্লি থেকে দু’জন রোমানীয় নাগরিককে আটক করেছে। তাদের কাছ থেকে প্রচুর ক্লোন করা কার্ড পাওয়া গেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।।

আগেই জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম কার্ড ক্লোন করে, টাকা তুলে নেওয়ার একের পর এক অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুলিসের গোয়েন্দা শাখা বিশেষ তদন্তকারী দল-সিট গঠন করে। যেসব রাজ্যের এটিএম থেকে টাকা এভাবে টাকা তোলা হয়েছে, কলকাতা পুলিস, সেইসব রাজ্যের পুলিসের সঙ্গে যোগাযোগ করে বলে জানা গেছে। দিল্লীতে প্রতারকদের দল থাকতে পারে বলে গোপন সূত্রে খবর পেয়ে তারা সে রাজ্যে যায়। রক্ষীবিহীন এটিএমগুলিতে স্কিমার বসিয়েই গ্রাহকদের তথ্য হাতিয়ে কার্ড ক্লোন করা হয় বলে পুলিসের প্রাথমিক অনুমান। এদিকে, টাকা লোপাটের ঘটনার পরও বিভিন্ন ব্যাঙ্কের এটিএম অরক্ষিত থাকায় গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেছেন।

Advertisement

শেয়ার করুন
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × one =