প্রচ্ছদ 

প্রতিকুল পরিবেশেও কাশ্মীরি পন্ডিতের লাশ দশ কিমি পথ কাঁধে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম প্রতিবেশীরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে অবরুদ্ধ কাশ্মীর । সেই কাশ্মীরের মুসলিম প্রতিবেশীর কাজকে কুর্ণিশ জানাচ্ছেন কাশ্মীরি পন্ডিতরা । এখন শীত চলছে । তাই বরফে ঢাকা পড়ে রয়েছে রাস্তাঘাট । এই কঠিন আবহাওয়া তার উপর রয়েছে করোনা অতিমারি পরিস্থিতি এই অবস্থাতে সম্প্রীতির অনন্য নজীর গড়লেন কাশ্মীরের মুসলিমরা ।  এক কাশ্মীরি পণ্ডিতের মৃতদেহ কাঁধে নিয়ে দশ কিলোমিটার পথ হাঁটলেন তাঁরই কয়েকজন মুসলিম প্রতিবেশী। এখানেই শেষ নয়, সৎকারেও তাঁরাই সাহায্য করেন। গত শনিবার কাশ্মীরের  সোপিয়ান  জেলার এই ঘটনাটি সামনে আসতে অনেকেই ওই মুসলিম ব্যক্তিদের কাজকে কুর্নিশ জানিয়েছেন।

জানা গিয়েছে, শনিবার সকালে ভাস্কর নাথ নামে ওই কাশ্মীরি পণ্ডিত SKIMS হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি অকেজো হয়ে যাওয়ার কারণে মারা যান তিনি। কিন্তু ভারী তুষারপাতের কারণে বরফ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। যে কারণে শ্রীনগর থেকে নিয়ে আসা অ্যাম্বুল্যান্সটি পারগোচি এলাকায় যাওয়ার পথে আটকে পড়ে। তখনও ভাস্কর নাথের বাড়ি দশ কিলোমিটার দূরে। এরপরই অ্যাম্বুলেন্সের চালক ভাস্কর নাথের বাড়িতে ফোন করে গোটা বিষয়টি জানান। শেষপর্যন্ত সমস্তটা জানতে পেরে ভাস্করের মুসলিম প্রতিবেশীরাই সাহায্যের জন্য এগিয়ে আসেন। তুষারপাতের মধ্যেই পুরো রাস্তা কাঁধে করে মৃতদেহটি বয়ে নিয়ে গ্রামে ফেরেন তাঁরা।
এরপর শেষকৃত্য সম্পন্নও করেন।গোটা ঘটনায় নিজেদের প্রতিবেশীদের ভূমিকায় খুশি ভাস্কর নাথের পরিবার।  তাঁর পরিবারের লোকজন সাক্ষাৎকারে এটাও জানিয়েছেন, তাঁদের প্রতিবেশীরা বরাবরই তাঁদের পাশে থেকেছেন। দুই ধর্মের মানুষই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দীর্ঘদিন ধরে ওই গ্রামে থাকছেন। তারই উদাহরণ এই ঘটনা।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =