কলকাতা 

জানুয়ারির শেষেও শীতের দাপট অব্যাহত , সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলছে হাওয়া অফিস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : জানুয়ারির ২৪ তারিখে কলকাতার পারদ এতটা নেমে থাকবে তা সাধারণ দেখা যায় না । এবার তা ঘটে গেল । শীত বিদায় নেওয়ার সময়েই আবার নতুন করে শীত পড়ল কলকাতায় । আজ রবিবার বেশ জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায় । এক ধাক্কায় শহর কলকাতার তাপমাত্রা নেমে গিয়ছে‌ ১৪ ডিগ্রিতে, যা স্বাভাবিক। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আর পারদ নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফের কুয়াশার দাপট বেড়েছে শহরে। তার সঙ্গে যোগ হয়েছে মেঘলা আকাশ। তবে বেলার দিকে সূর্যের দেখা মিলেছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতের এই দাপট ক্ষণস্থায়ী, সোমবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা-সহ রাজ্যের অন্য জেলাগুলিতে রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে। শুধু শহর কলকাতাই নয়, আগামী ২৪ ঘণ্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে বলে হাওয়া অফিসের তরফে পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় আরও বেশ কয়েক দিন শীতের আমেজ থাকবে বলে আবহাওয়া দফতর মনে করছে ।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 + 4 =