কলকাতা 

শিশু-কিশোর নেতাজি স্মরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবর্ষ এবং আসন্ন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিশু-কিশোরদের এক ক্যুইজ প্রতিযোগিতা হয়ে গেল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনলাইনে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীরা।

তথ্যমূলক বিভিন্ন প্রশ্ন এবং বানান নিয়ে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মামুন ন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী মৌসম বেনজির। যৌথভাবে দ্বিতীয় হয় দিল্লি পাবলিক স্কুলের মাহরিন তৈয়েবা এবং গার্ডেন হাইস্কুলের ত্রিজল সাহা। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করে নাফিসা ইসমাত, মাঈসুরা তৈয়েবা এবং মনীষা খানম।

Advertisement

অতিমারির আবহে শিশু-কিশোরদের জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বাগত বক্তৃতা দেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম, সমাজসেবী সিকান্দার মন্ডল, পি এইচ ডি স্কলার নাজিরুল হক প্রমূখ।

অনলাইনে বিভিন্ন অসুবিধা সত্বেও ছোটদের এই আয়োজনে খুশি তাদের অভিভাবকরা। আগামী ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞান দিবসে আকর্ষণীয় আরেকটি অনুষ্ঠানের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ছোটরা, জানিয়েছেন মুখ্য উদ্যোক্তা নাজিমুল হক।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 1 =