দেশ 

প্রকাশিত এনআরসি খসড়া তালিকা,চূড়ান্ত নয়, সবাই আবেদনের সুযোগ পাবে সংসদে স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতি

শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : অসমে জাতীয় নাগরিক পঞ্জি ইস্যুতে এবার সংসদে মুখ খুললেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিবৃতি দিতে গিয়ে বলেন,“আমি আবারও বলছি যে এটি একটি খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা নয়। সবাই আবেদন করার সুযোগ পাবে। অযাচিতভাবে অভিযোগ করা হচ্ছে। যা দুর্ভাগ্যজনক। ১৯৮৫ সালে “অসম অ্যাকর্ডের” মাধ্যমে জাতীয় নাগরিক পঞ্জির কাজ শুরু হয়। সেই সময় প্রয়াত রাজীব গান্ধি ছিলেন প্রধানমন্ত্রী। ২০০৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবিষয়ে আপডেটের সিদ্ধান্ত নেন।”

তিনি এদিন আরও স্পষ্ট করে বলেন, অসমের জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসিতে যাদের নাম ওঠেনি তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ক্ষোভের সঙ্গে বলেন, এটা ইস্যু করে আতঙ্কের পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে । যা নিন্দনীয়। এনআরসি-র পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কাজ চলছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। যাদের নাম বাদ গেছে তারা আবার তথ্য প্রমাণসহ আবেদন করতে পারবে।

Advertisement

এদিন লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং অসমে তৃণমূল প্রতিনিধিদলকে হেনস্থা করা হয়েছে বলে যে অভিযোগ তারও জবাব দিন । তিনি বলেন,তৃণমূল প্রতিনিধি দলকে ফিরে যেতে বলা হয়েছিল। কিন্তু, তাঁরা শিলচর বিমানবন্দরে ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়েন। যে কারণে দু’জন মহিলা নিরাপত্তা কর্মী আহত হন।”

 

 


শেয়ার করুন
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + five =